AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2024, Rohit Sharma: এখনও কি দল বদলাতে পারেন রোহিত শর্মা? কী বলছে নিয়ম?

IPL Trade Window: রোহিতকে এ ভাবে নেতৃত্ব থেকে সরানোয় ক্ষোভের পরিস্থিতি। মুম্বই ইন্ডিয়ান্সের অনেক প্লেয়ারও সরাসরি না বললেও ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, হার্দিকের ক্যাপ্টেন্সিতে খেলতে সমস্যা নেই বলেই জানিয়েছেন রোহিত। যদিও সরাসরি রোহিতের তরফে কোনওরকমের বক্তব্য আসেনি। নিয়ম অনুযায়ী এখনও আইপিএলে অন্য দলে খেলতে পারেন রোহিত শর্মা। নিলাম শেষ। নিয়ম অনুযায়ী আজ থেকে ফের ট্রেডিং উইন্ডো খুলছে। যা আইপিএল শুরুর এক মাস আগে অবধি খোলা থাকবে।

IPL 2024, Rohit Sharma: এখনও কি দল বদলাতে পারেন রোহিত শর্মা? কী বলছে নিয়ম?
Image Credit: MUMBAI INDIANS
| Edited By: | Updated on: Dec 20, 2023 | 12:22 PM
Share

কলকাতা: আইপিএলের পরবর্তী সংস্করণের মিনি অকশন শেষ। তার মানে কি যে স্কোয়াড বেছে নেওয়া হয়েছে সেটাই ফাইনাল? এখনও কিন্তু বলা যায় না। অন্তত আইপিএলের অনুযায়ী এখনও দল বদলের সুযোগ রয়েছে। গত কয়েক সপ্তাহ শিরোনামে রোহিত শর্মা। মুম্বই ইন্ডিয়ান্স এ বারও রিটেন করেছে রোহিত শর্মাকে। রিটেনশন তালিকায় রোহিতের নামের পাশেই ক্যাপ্টেন লেখা ছিল। যদিও রিটেনশনের সময়সীমার শেষ দিন তালিকা প্রকাশের দু-ঘণ্টার মধ্যেই পরিস্থিতি বদলে যায়। আপাতত প্রশ্ন, রোহিত কি এখনও অন্য দলে যেতে পারেন? নিয়ম যা বলে…। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রিটেনশন তালিকায় রোহিতের নামের পাশে ক্যাপ্টেন থাকলেও কয়েক ঘণ্টা পরই ট্রেডিংয়ে হার্দিক পান্ডিয়াকে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। তখন থেকেই মনে করা হচ্ছিল, নেতৃত্বের শর্তেই নেওয়া হয়েছে হার্দিককে। কয়েক দিন আগেই হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করে মুম্বই ইন্ডিয়ান্স। যার ব্যাপক প্রভাব পড়েছে মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের মধ্যে। ২০১৩ সালে রিকি পন্টিংয়ের থেকে নেতৃত্ব নিয়েছিলেন রোহিত। পাঁচ বার আইপিএল চ্যাম্পিয়ন করেছেন মুম্বই ইন্ডিয়ান্সকে।

রোহিতকে এ ভাবে নেতৃত্ব থেকে সরানোয় ক্ষোভের পরিস্থিতি। মুম্বই ইন্ডিয়ান্সের অনেক প্লেয়ারও সরাসরি না বললেও ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, হার্দিকের ক্যাপ্টেন্সিতে খেলতে সমস্যা নেই বলেই জানিয়েছেন রোহিত। যদিও সরাসরি রোহিতের তরফে কোনওরকমের বক্তব্য আসেনি। নিয়ম অনুযায়ী এখনও আইপিএলে অন্য দলে খেলতে পারেন রোহিত শর্মা। নিলাম শেষ। নিয়ম অনুযায়ী আজ থেকে ফের ট্রেডিং উইন্ডো খুলছে। যা আইপিএল শুরুর এক মাস আগে অবধি খোলা থাকবে।

নিয়ম অনুযায়ী, রোহিতকে ছাড়ার ব্য়াপারে রাজি হতে হবে তাঁর বর্তমান দল মুম্বই ইন্ডিয়ান্সকে। রোহিত যে দলে যেতে পারেন, তাদের পার্সে সেই অনুযায়ী টাকা থাকতে হবে। প্লেয়ারের বদলে প্লেয়ার নিয়মেও ট্রেডিং হতে পারে। রোহিতকে যদি কলকাতা নাইট রাইডার্স নিতে চায়? কিংবা মুম্বইয়ের পেসার জসপ্রীত বুমরা যদি চেন্নাই সুপার কিংসে যেতে চান? তাঁকে যে টাকায় রিটেন করা হয়েছে, সেই অনুযায়ী কোনও প্লেয়ারের মধ্যে অদল বদল হতেই পারে! নিয়মে কিন্তু সেই রাস্তা খোলা থাকছে। রোহিত যদি মুম্বই ইন্ডিয়ান্সে খেলতে ইচ্ছুক না হন, তারপরও কি ধরে রাখতে চাইবে মুম্বই ইন্ডিয়ান্স!