IPL 2024 Auction: নিলামের আগে দুবাইয়ের সি-বিচে আইপিএল ট্রফি
IPL 2024: মরুশহরে দরের ঝড় উঠবে কোন ক্রিকেটারদের উপর? তা জানতে অল্প সময় বাকি। তার আগে এ বার প্রকাশ্যে এল আইপিএল-২০২৪ এর ট্রফি। যে সোনালি ট্রফির জন্য ১০ দল লড়াই করে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সোশ্যাল মিডিয়া সাইট X এ এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে।
দুবাই: অপেক্ষার আর মাত্র একটা দিন। মঙ্গলবার দুপুরে ক্রিকেট প্রেমীরা নজর রাখবেন দুবাইতে হওয়া আইপিএল নিলামে (IPL 2024 Auction)। কোটি কোটি টাকার বিনিময়ে দল পাবেন একাধিক ক্রিকেটাররা। ৩৩৩ জন ক্রিকেটারের নাম রয়েছে এ বারের আইপিএল মিনি নিলামে। হলই বা মিনি নিলাম কিন্তু একাধিক ক্রিকেটারদের নিয়ে যে ১০ ফ্র্যাঞ্চাইজির দঁড়ি টানাটানি হবে, তা বলার অপেক্ষা রাখে না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১০ ফ্র্যাঞ্চাইজির কর্তারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মরুশহরে।
মরুশহরে দরের ঝড় উঠবে কোন ক্রিকেটারদের উপর? তা জানতে অল্প সময় বাকি। তার আগে এ বার প্রকাশ্যে এল আইপিএল-২০২৪ এর ট্রফি। যে সোনালি ট্রফির জন্য ১০ দল লড়াই করে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সোশ্যাল মিডিয়া সাইট X এ এক ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে সমুদ্রসৈকতের পাশে একটি টেবলে রাখা রয়েছে আইপিএলের সুদৃশ্য ট্রফি। যে ট্রফি থেকে চোখ সরানোই যায় না। ওই ভিডিয়োর শুরুতে দেখা যায় দুবাই শহরের কিছু ঝলকও। সেই ঝাঁ চকচকে শহরে বসছে আইপিএল-২০২৪ এর নিলামের আসর।
Welcome to Dubai! 🌇
We are all set for the #IPLAuction 🔨
The 🏆 in all its glory ✨#IPL pic.twitter.com/BZ2JpT0awP
— IndianPremierLeague (@IPL) December 17, 2023
মঙ্গলবার দুপুর ১টা থেকে শুরু হয়ে যাবে মাতামাতি। ৩৩৩জন ক্রিকেটারকে বেছে নিয়েছে বোর্ড। তাতে রয়েছেন ২১৪জন ভারতীয় আর ১১৯জন বিদেশি। তাঁদের মধ্যে থেকে ৭৭জন ক্রিকেটার দল পাবেন। তার মধ্যে ৩০ জন বিদেশি ক্রিকেটার দল পাবেন। সবচেয়ে বেশি টাকা পার্সে নিয়ে নিলাম টেবলে ক্রিকেটার তুলে নিতে ঝাঁপাবে গুজরাট টাইটান্স। কারণ, তাদের ঝুলিতে রয়েছে ৩৮ কোটি ১৫ লক্ষ টাকা। আইপিএল নিলামে সবচেয়ে কম টাকা নিয়ে নামবে লখনউ সুপার জায়ান্টস। লোকেশ রাহুলের দলের ঝুলিতে রয়েছে ১৩ কোটি ১৫ লক্ষ টাকা।