AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RR vs DC IPL 2024 Match Prediction: হার দিয়ে শুরু, রাজস্থানের বিরুদ্ধে প্ল্যান বদলাতে পারেন পন্থ

Rajasthan Royals vs Delhi Capitals Preview: জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিপার-ব্যাটারের পজিশন নিয়ে লড়াই জোরদার। ঋষভ পন্থ ফিট হয়ে ফিরেছেন। দৌড়ে রয়েছেন ঈশান কিষাণ, জীতেশ শর্মা, লোকেশ রাহুলও। ভুললে চলবে না সঞ্জু স্যামসনের কথাও। কিপার নিয়ে যে কঠিন পরীক্ষায় পড়তে হবে নির্বাচকদের, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। আজ যেমন দুই দলের লড়াই, তেমনই সঞ্জু বনাম ঋষভও।

RR vs DC IPL 2024 Match Prediction: হার দিয়ে শুরু, রাজস্থানের বিরুদ্ধে প্ল্যান বদলাতে পারেন পন্থ
Image Credit: X
| Updated on: Mar 28, 2024 | 10:00 AM
Share

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ঋষভ পন্থের প্রত্যাবর্তন সুখের হয়নি। ব্যাট হাতে শুরুটা ভালো হলেও বড় ইনিংস আসেনি। ক্যাপ্টেন্সির প্রত্যাবর্তনও হয়েছে হার দিয়ে। আজ দ্বিতীয় ম্যাচে নামছে দিল্লি ক্যাপিটালস। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থানের শুরুটা হয়েছে জয় দিয়ে। ক্যাপ্টেন সঞ্জু নিজেও ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেছেন। সেই ধারাবাহিকতা দেখানোই লক্ষ্য। রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে দুই কিপার-ব্যাটার-ক্যাপ্টেনেরও লড়াই।

জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিপার-ব্যাটারের পজিশন নিয়ে লড়াই জোরদার। ঋষভ পন্থ ফিট হয়ে ফিরেছেন। দৌড়ে রয়েছেন ঈশান কিষাণ, জীতেশ শর্মা, লোকেশ রাহুলও। ভুললে চলবে না সঞ্জু স্যামসনের কথাও। কিপার নিয়ে যে কঠিন পরীক্ষায় পড়তে হবে নির্বাচকদের, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। আজ যেমন দুই দলের লড়াই, তেমনই সঞ্জু বনাম ঋষভও।

দিল্লি ব্যাটিং-বোলিংয়ে প্রথম ম্যাচে কিছু একটা যেন মিসিং ছিল। পাওয়ার হিটারের কথাই বলা যায়। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে অভিষেক পোড়েল একটা ইমপ্যাক্ট ইনিংস না খেললে আরও সমস্যায় পড়ত দিল্লি। এই ম্যাচে কিছু পরিবর্তনের সম্ভাবনা অপ্রত্যাশিত নয়। দলে যোগ দিয়েছেন অনরিখ নর্ৎজেও। বোলিংয়ের ক্ষেত্রে তিনি অটোমেটিক চয়েজ হিসেবে সুযোগ পেতে পারেন। তেমনই ভাবনা থাকবে তরুণ বিধ্বংসী অজি ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগুরুককে নিয়েও। দিল্লির নেট সেশনে তাক লাগিয়ে দিয়েছেন জ্যাক। তাঁকে খেলানোর সিদ্ধান্ত নিতেই পারে দিল্লি টিম ম্যানেজমেন্ট।

রাজস্থান রয়্যালস প্রথম ম্যাচ জিতলেও অস্বস্তি থাকতে পারে তারকা যশস্বীর বড় রান না পাওয়া নিয়ে। শুরুটা দুর্দান্ত করলেও তাঁর ব্যাটিং ঝড় থেমেছে দ্রুতই। রাজস্থানের টপ অর্ডার যেমন ভাবনার বিষয়, দিল্লির প্রয়োজন মিডল অর্ডার মেরামতি।