KKR, IPL 2025: হোম গ্রাউন্ডে প্রস্তুতি শুরু করে দিলেন কেকেআরের দুই ‘চ্যাম্পিয়ন’

কৌস্তভ গঙ্গোপাধ্যায় | Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 18, 2025 | 7:58 PM

IPL 2025, Eden Gardens: গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই দুই ক্রিকেটার। সদ্য দেশের হয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে জিতে আসায় বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নামবেন হর্ষিত ও বরুণ। তার প্রস্তুতিও শুরু হয়ে গেল ইডেন গার্ডেন্সে।

KKR, IPL 2025: হোম গ্রাউন্ডে প্রস্তুতি শুরু করে দিলেন কেকেআরের দুই চ্যাম্পিয়ন
Image Credit source: OWN Arrangement

Follow Us

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং কলকাতা নাইট রাইডার্স। হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। কেন এই প্রসঙ্গ? এই ফ্র্যাঞ্চাইজি থেকেই আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে সুযোগ পাওয়া। ভারতীয় দলে সাদা বলের ক্রিকেটে দু-জনেই গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে গত বছর কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই দুই ক্রিকেটার। সদ্য দেশের হয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে জিতে আসায় বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নামবেন হর্ষিত ও বরুণ। তার প্রস্তুতিও শুরু হয়ে গেল ইডেন গার্ডেন্সে।

এ বারের আইপিএল শুরু ২২ মার্চ। শনিবার ইডেনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের প্রথম প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অনেক আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল কেকেআর। একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে নিজেদের মধ্যে। গত কালও একটি প্রস্তুতি ম্যাচ ছিল। যদিও বৃষ্টির কারণে মাঝপথেই তা থামাতে হয়। নেট সেশনের মাধ্যমেই প্রস্তুতি সেরে নিতে চাইছে কেকেআর শিবির। হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তীর মতো গুরুত্বপূর্ণ দুই সদস্য যোগ দেওয়ায় টিম যেন কমপ্লিট হল।

গত রাতে কলকাতায় এসেছেন ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দুই সদস্য। এ দিন পুরোদমে অনুশীলনও শুরু করে দিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপের প্রথম দু-ম্যাচে খেলেছিলেন হর্ষিত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে কম্বিনেশনে বদল আনা হয়। হর্ষিতের পরিবর্তে খেলানো হয় বরুণকে। সেমিফাইনাল, ফাইনালেও একই কম্বিনেশন ধরে রাখা হয়। ২০১৩ সালের পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের। এ বার হর্ষিত-বরুণদের কাছে চ্যালেঞ্জ কেকেআরের হয়ে আইপিএল ট্রফি ধরে রাখা।