DC vs LSG Confirmed Playing XI, IPL 2025: রাহুলকে ছাড়াই নামছে দিল্লি, জেনে নিন দু-দলের কম্বিনেশন

Mar 24, 2025 | 7:21 PM

Delhi Capitals vs Lucknow Super Giants Confirmed Playing XI in Bengali: নিশ্চিত নন, আজও শিশিরের প্রভাব থাকবে কি না। অন্য দিকে, নতুন দল লখনউ সুপার জায়ান্টসের হয়ে নামার আগে সামান্য হলেও আবেগপ্রবণ ঋষভ পন্থ।

DC vs LSG Confirmed Playing XI, IPL 2025: রাহুলকে ছাড়াই নামছে দিল্লি, জেনে নিন দু-দলের কম্বিনেশন
Image Credit source: BCCI

Follow Us

সদ্য প্রাক্তন দলের বিরুদ্ধে নামা হচ্ছে না লোকেশ রাহুলের। তাঁকে শুরুর দিকে পাওয়া নিয়ে সংশয় ছিলই। দিল্লি ক্যাপিটালস তাদের হোম ম্যাচ খেলছে বিশাখাপত্তনমে। টিমের সঙ্গে এখানে প্র্যাক্টিসও করেছেন। কিন্তু আগে থেকেই জানিয়ে রেখেছিলেন, ব্যক্তিগত কারণে তাঁকে যে কোনও সময় ছুটিতে যেতে হতে পারে। গত কালই টিম ছেড়ে গিয়েছেন রাহুল, এমনটাই খবর। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা। সে কারণেই রাহুলকে পাওয়া যাচ্ছে না বলে খবর। হোম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন অক্ষর প্যাটেল।

বিশাখাপত্তনমে পরের দিকে শিশিরের প্রত্যাশা রয়েছে। সে কারণেই রান তাড়ার সিদ্ধান্ত, এমনটাই মন্তব্য দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন অক্ষর প্যাটেলের। যদিও তিনি নিশ্চিত নন, আজও শিশিরের প্রভাব থাকবে কি না। অন্য দিকে, নতুন দল লখনউ সুপার জায়ান্টসের হয়ে নামার আগে সামান্য হলেও আবেগপ্রবণ ঋষভ পন্থ। বলছেন, ‘আমার কাছে নতুন অভিজ্ঞতা। এতদিন DC-র হয়ে খেলেছি। তবে আমি এই পার্থক্য মেনে নিয়েছি। নতুন দলকে সাফল্য দেওয়াই লক্ষ্য।’

দিল্লি ক্যাপিটালসের একাদশ: জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক, ফাফ ডুপ্লেসি, অভিষেক পোড়েল, সমীর রিজভি, অক্ষর প্যাটেল, ত্রিস্তান স্টাবস, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা, মুকেশ কুমার।

ইমপ্যাক্ট বিকল্প: করুণ নায়ার, আশুতোষ শর্মা, ডোনোভান ফেরেরা, ত্রিপুরানা বিজয়, দর্শন নালকান্ডে

লখনউ সুপার জায়ান্টসের একাদশ: ঋষভ পন্থ, ডেভিড মিলার, আয়ুষ বাদোনি, মিচেল মার্শ, প্রিন্স যাদব, দিগ্বেশ সিং, নিকোলাস পুরান, শাহবাজ আহমেদ, এইডেন মার্কব়্যাম, শার্দূল ঠাকুর, রবি বিষ্ণোই।

ইমপ্যাক্ট বিকল্প: সিদ্ধার্ধ এম, আব্দুল সামাদ, হিম্মত সিং, আকাশ সিং, রাজবর্ধন হাঙ্গারকেকর