KKR vs SRH Confirmed Playing XI, IPL 2025: টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত সানরাইজার্সের, কেকেআর টিমে বড় চমক

Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Confirmed Playing XI in Bengali: প্যাট কামিন্স জানালেন, খেলার স্টাইল বদলাবেন না। কেকেআরের একাদশে বড় বদল! পিচ থেকে স্পিনাররা সুবিধা পাবেন, এই অনুমান করা হচ্ছে। যে কারণে পেসারের পরিবর্তে স্পিন বোলিং অলরাউন্ডারকে যোগ করা হয়েছে কেকেআরের একাদশে।

KKR vs SRH Confirmed Playing XI, IPL 2025: টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত সানরাইজার্সের, কেকেআর টিমে বড় চমক
Image Credit source: BCCI

Apr 03, 2025 | 7:19 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বনাম রানার্স। ইডেন গার্ডেন্স তৈরি রুদ্ধশ্বাস জয়ের জন্য। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্সের। গত মরসুম থেকেই বিধ্বংসী ব্যাটিংয়ে ভরসা রেখেছে সানরাইজার্স হায়দরাবাদ। এ বার তিনটির মধ্যে দুটি হার। ইডেনের পিচ এবং নিজেদের স্ট্যাটেজি নিয়ে সানরাইজার্স ক্যাপ্টেন প্যাট কামিন্স জানালেন, খেলার স্টাইল বদলাবেন না। কেকেআরের একাদশে বড় বদল! পিচ থেকে স্পিনাররা সুবিধা পাবেন, এই অনুমান করা হচ্ছে। যে কারণে পেসারের পরিবর্তে স্পিন বোলিং অলরাউন্ডারকে যোগ করা হয়েছে কেকেআরের একাদশে।

টস জিতে সানরাইজার্স ক্য়াপ্টেন প্যাট কামিন্স বলেন, ‘সত্যি বলতে, পিচ নিয়ে আমি বেশি কিছু বুঝি না। গত বছর মরসুমের প্রথম ম্যাচ এখানে খেলেছিলাম। রুদ্ধশ্বাস একটা ম্যাচ হয়েছিল। আগ্রাসী ব্যাটিংয়েই আমরা ভালো। দীর্ঘ টুর্নামেন্ট, প্রত্যেকেই চেষ্টা করছে। খেলার স্টাইল বদল নিয়ে এখনই ভাবার মতো কিছু হয়নি।’ সানরাইজার্স একাদশেও বদল। দলে ঢুকেছেন কামিন্দু মেন্ডিস।

হোম টিমের ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে ইডেনে প্রথম ম্যাচ খেলার পর খুশি ছিলেন না। পিচ থেকে সাহায্য না পাওয়ায় অস্বস্তি ছিল। এ দিন কেকেআর ক্যাপ্টেন বলেন, ‘পিচ দেখে ভালোই মনে হচ্ছে। টস জিতে আমরাও রান তাড়ার কথা ভাবছিলাম। আশা করি স্পিন হবে। দ্রুত পরিস্থিতি বুঝতে হবে, সেই অনুযায়ী খেলতে হবে। টিম হিসেবে কী ভাবে উন্নতি করতে পারি, গত ম্যাচের পর নিজেদের মধ্যে আলোচনা হয়েছে। প্রত্যেকেই ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে আলোচনা করেছি। এই ম্যাচে মইন আলি খেলছে স্পেন্সর জনসনের জায়গায়।’ বাঁ হাতি পেসারের জায়গায় স্পিন বোলিং অলরাউন্ডারের অন্তর্ভূক্তিতেই অনুমান করা হচ্ছে, পিচে স্পিনারদের জন্য সুবিধা থাকবে।

কলকাতা নাইট রাইডার্সের একাদশ: সুনীল নারিন, কুইন্টন ডি’কক, অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, অংক্রিশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, মইন আলি, বরুণ চক্রবর্তী

ইমপ্যাক্ট সাব-মণীশ পান্ডে, বৈভব অরোরা, অনুকূল রায়, রোভম্যান পাওয়েল, লভনীথ সিসোদিয়া

সানরাইজার্স হায়দরাবাদের একাদশ: অভিষেক শর্মা, ঈশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন, অনিকেত ভার্মা, কামিন্দু মেন্ডিস, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, মহম্মদ সামি, জিশান আনসারি, সিমরজিৎ সিং

ইমপ্যাক্ট সাব-ট্রাভিস হেড, অভিনব মনোহর, জয়দেব উনাদকাট, রাহুল চাহার, উইয়ান মুল্ডার