PBKS vs KKR Confirmed Playing XI, IPL 2025: রাহানের টিমকে বড় টার্গেট দিতে চায় শ্রেয়সের পঞ্জাব, দেখুন দুই দলের একাদশ
Punjab Kings vs Kolkata Knight Riders, Confirmed Playing XI in Bengali: মুল্লানপুরে আজ অজিঙ্ক রাহানের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংস। টস ভাগ্য সঙ্গ দিল কোন ক্যাপ্টেনের? জেনে নিন কেমন হল দুই দলের একাদশ?

কলকাতা: এক বছর আগে কেকেআরকে (KKR) আইপিএল (IPL) চ্যাম্পিয়ন বানিয়েছিলেন শ্রেয়স আইয়ার। আজ, রাতে মুল্লানপুরে সেই দলই শ্রেয়সের প্রতিপক্ষ। এক বছর আগে যাঁরা ছিলেন সতীর্থ, সেই তাঁরাই যখন প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবেন, তখন শ্রেয়স হয়তো দু’বার ভাববেন। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন ক্যাপ্টেন এ বার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে। এখানেই যেন এক আলাদা ব্যাটেল। আপাতত টস জিতলেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার।
টস জিতে প্রীতির পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স বলেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। শেষ দুটো ম্যাচে উইকেট ভালোই আচরণ করেছে। শেষ ২টো ম্যাচে যে দল প্রথমে ব্যাটিং করেছে, তারাই জিতেছে। এটা বলব যে আমাদের ফিল্ডিং উন্নত করতে হবে। যত সম্ভব বেশি ক্যাচ নিতে হবে। তা হলে মোমেন্টাম সেট হবে। বলের দিকেই নজর রাখতে হবে। এবং সুযোগ কাজে লাগাতে হবে।’
কেকেআরের অধিনায়ক টসের পর জানান, আজ একাদশে একটা পরিবর্তন। মইন আলির জায়গায় একাদশে এসেছেন অনরিখ নর্টজে। টস হারার পর রাহানে বলেন, ‘আমরা এই উইকেটে প্রথমে বোলিং করার কথাই ভাবছিলাম। আমার কাছে টস এমন একটা জিনিস, যাতে কারও কন্ট্রোল থাকে না। দল হিসেবে ভালো পারফর্ম করতে হবে। বল হাতে শুরুটা ভালো করতে হবে। তারপর টার্গেট যাই থাকুক না কেন, সেটা তাড়া করে জিততে হবে। মইন আলির জায়গায় আজ একাদশে এসেছেন অনরিখ নর্টজে। ও কঠোর পরিশ্রম করেছে। প্রস্তুতিও ভালো নিয়েছে। ওকে একাদশে ফিরতে দেখে ভালো লাগছে।’
পঞ্জাবের একাদশ – প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), জশ ইংলিশ, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কো জ্যানসেন, জেভিয়ার বার্টলেট, অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।
ইমপ্যাক্ট বিকল্প – বিজয়কুমার বিশাখ, যশ ঠাকুর, হরপ্রীত, সূর্যাংশ সেডগে, প্রবীন দুবে।
কেকেআরের একাদশ – কুইন্টন ডি’কক, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, বৈভব আরোরা ও অনরিখ নর্টজে।
ইমপ্যাক্ট বিকল্প – অংকৃশ রঘুবংশী, মনীশ পান্ডে, অনুকূল রায়, রোভম্যান পাওয়েল, লুভনীথ সিসোদিয়া।





