
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ রোমাঞ্চকর পরিস্থিতি। ক্যাপ্টেন হিসেবে ফিরছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলেপাঁচ বারের চ্যাম্পিয়ন চেন্নাই। এ মরসুমে টানা চার ম্যাচ হেরেছে। ঘরের মাঠে হারের হ্য়াটট্রিক আটকানোই লক্ষ্য। নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগে ছিটকে গিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। এ বারের আইপিএলে আর পাওয়া যাবে না তাঁকে। মরসুমের বাকি সময়টাতে ক্যাপ্টেন্সি করবেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর প্রথম চ্যালেঞ্জ দুর্গে হারের হ্যাটট্রিক আটকানো।
চেন্নাইয়ের মতো টানা না হলেও গত ম্যাচে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। প্রচুর সমালোচনা হয়েছে ব্য়াটিং অর্ডার নিয়ে। ছন্দে থাকা অংকৃষ রঘুবংশীকে লোয়ারে নামানো হয়। তেমনই রিঙ্কু সিংকেও। চেন্নাই ম্যাচেও ব্যাটিং অর্ডারে কোনও চমক থাকছে কি না, ধোঁয়াশা! তবে কম্বিনেশনে বদল হওয়ার সম্ভাবনা প্রবল। বাঁ হাতি পেসার স্পেন্সর জনসনের পরিবর্তে মইন আলিকে ফেরানো হতে পারে। প্রথমত স্পিন অপশন, দ্বিতীয়ত চেন্নাই সুপার কিংসে দীর্ঘ সময় খেলার সৌজন্যে চিপকের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল।
চেন্নাই সুপার কিংসে বাড়তি নজর। প্রথমত ধোনি ক্যাপ্টেন হিসেবে আবারও চেন্নাইকে ট্র্য়াকে ফেরাতে পারেন কি না। দ্বিতীয়ত, টিম গেম কেমন হয় সিএসকের। ঋতুরাজ ছিটকে যাওয়ায় কম্বিনেশনে বাধ্য হয়েই বদল করতে হবে তাদের। ঢুকতে পারেন রাহুল ত্রিপাঠী। কী হতে পারে দু-দলের কম্বিনেশন?
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য দ্বাদশ: রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে, রাহুল ত্রিপাঠী, শিবম দুবে, বিজয়শঙ্কর, রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, নুর আহমেদ, মুকেশ চৌধুরী, খলিল আহমেদ, মাতিসা পাথিরানা
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দ্বাদশ: কুইন্টন ডি’কক, সুনীল নারিন, অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, অংকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মইন আলি/স্পেন্সর জনসন, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী