AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip-Rinku at KKR Match: ইডেন মিলিয়েছিল, কেকেআরের ম্যাচে দিলীপ ঘোষের স্ত্রী বললেন, ‘সুইট জার্নি’

IPL 2025, Kolkata Knight Riders vs Gujarat Titans: সদ্য রিঙ্কু মজুমদারকে বিয়ে করেছেন দিলীপ ঘোষ। আর বিয়ের পরই ইডেন গার্ডেন্সে ম্যাচ। স্ত্রীকে নিয়ে ইডেনের বক্সে। কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচ উপভোগ করলেন।

Dilip-Rinku at KKR Match: ইডেন মিলিয়েছিল, কেকেআরের ম্যাচে দিলীপ ঘোষের স্ত্রী বললেন, 'সুইট জার্নি'
Image Credit: OWN Arrangement/BCCI
| Edited By: | Updated on: Apr 21, 2025 | 11:03 PM
Share

ইডেন গার্ডেন্সে আগও গিয়েছেন। খেলাও দেখেছেন। কিন্তু এ বারের অনুভূতি আলাদা। সদ্য বিয়ে করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর ভালোবাসায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ইডেন গার্ডেন্স। স্ত্রী রিঙ্কু মজুমদার জানিয়েছিলেন, ইডেনেই খেলা দেখার মাঝে ভালোলাগা বেড়েছিল। সদ্য রিঙ্কু মজুমদারকে বিয়ে করেছেন দিলীপ ঘোষ। আর বিয়ের পরই ইডেন গার্ডেন্সে ম্যাচ। স্ত্রীকে নিয়ে ইডেনের বক্সে। কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচ উপভোগ করলেন।

ইডেনে প্রথম যাওয়া নয় বিজেপি নেতা দিলীপ ঘোষের। এর আগেও বহু বার ম্যাচ দেখতে গিয়েছেন। এ বারের আইপিএলের উদ্বোধনী ম্যাচ হয়েছিল ইডেনেই। মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইজার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে আইসিসি চেয়ারম্যান জয় শাহর পাশে বসে ম্যাচ উপভোগ করেছিলেন। পরে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবিও পোস্ট করেছিলেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটেও সেই ছবি রয়েছে।

ঘরের মাঠে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচেও দেখা গেল দিলীপ ঘোষকে। সঙ্গে স্ত্রী রিঙ্কু মজুমদার। দু-জনেই ম্যাচিং পোশাকে। দিলীপ ঘোষ অনুভূতি সম্পর্কে বলেন, ‘আমাদের যাত্রা শুরু হয়ে গিয়েছে। এই আইপিএল দিয়েই শুরু হল। আমি খেলা দেখতে ভালোবাসি। স্ত্রীকেও নিয়ে এসেছি।’ একসঙ্গে ইডেনে প্রথম। কেমন লাগছে? রিঙ্কু মজুমদার বলেন, ‘খুবই ভালো লাগছে। প্রথম বার ইডেনে এলাম।’ পাশ থেকে দিলীপ মজা করে বলেন, ‘ঝালমুড়ি খুব ভালো লেগেছে।’ আইপিএলের ম্যাচ দেখাতে নিয়ে এলেন, এই প্রসঙ্গে রিঙ্কু হেসে বলেন, ‘সময়ের সঙ্গে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাবে। খুবই ভালো লাগছে। সুইট জার্নি।’