RCB vs PBKS Playing XI IPL 2025: আনন্দ-বিষাদের ফাইনাল! কী হতে পারে দু-দলের কম্বিনেশন?

RCB vs PBKS IPL 2025 Final Match Preview: আইপিএলের শুরু থেকে টিমের নাম ছিল কিংস ইলেভেন পঞ্জাব। নাম বদলেছে, ভাগ্য সেই একই রয়েছে। এই নিয়ে দ্বিতীয় বার ফাইনালে উঠেছে তারা। দু-দলের কাছেই প্রথম ট্রফির হাতছানি। ফলে কোনও এক দলের বিষাদের পরিস্থিতি তৈরি হবেই।

RCB vs PBKS Playing XI IPL 2025: আনন্দ-বিষাদের ফাইনাল! কী হতে পারে দু-দলের কম্বিনেশন?
Image Credit source: PTI

Jun 03, 2025 | 12:36 AM

একদিকে আনন্দের উৎসব, আর একদিকে বিষাদের ছায়া। আইপিএল ফাইনালের পর কি এমন পরিস্থিতিই হতে চলেছে? পরিস্থিতি এমনই। আইপিএলের জন্মলগ্ন থেকে খেলছে দু-দল। ট্রফির খুব কাছেও পৌঁছেছিল। এর মধ্যে সবচেয়ে বেশি হতাশা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তারা এর আগে তিনবার ফাইনালে উঠেছে। কিন্তু ট্রফি আসেনি। অন্য দিকে, পঞ্জাব কিংস। আইপিএলের শুরু থেকে টিমের নাম ছিল কিংস ইলেভেন পঞ্জাব। নাম বদলেছে, ভাগ্য সেই একই রয়েছে। এই নিয়ে দ্বিতীয় বার ফাইনালে উঠেছে তারা। দু-দলের কাছেই প্রথম ট্রফির হাতছানি। ফলে কোনও এক দলের বিষাদের পরিস্থিতি তৈরি হবেই।

প্রত্যাশার পাহাড় প্রমাণ চাপ তৈরি হয়েছে দু-দলকে নিয়েই। বিশেষ করে বলতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কথা। বেশ কয়েকটি সংস্করণে সুপারস্টার ভরা দল নিয়ে শুরুটা দুর্দান্ত করেছিল তারা। প্লে-অফ, ফাইনাল অবধি পৌঁছলেও খালি হাতেই ফিরতে হয়েছে। এ বার আরসিবিকে তুলনামূলক আত্মবিশ্বাসী দেখা যাচ্ছে। তা আত্মতুষ্টি নয়। আরসিবির আত্মবিশ্বাসের অন্যতম কারণ বিরাট কোহলির ফর্ম। মনে হতেই পারে, বিরাট তো ফর্মেই থাকেন। এ বার আলাদা কী! আলাদা এখানেই, এখনও অবধি আলাদা আলাদা ম্যাচ উইনার উঠে এসেছে আরসিবিতে। ব্যাটিং গভীরতা দুর্দান্ত। এখন আর টপ থ্রি-তেই আরসিবির লড়াই শেষ নয়। মিডল এবং লোয়ার অর্ডারেও ফায়ার পাওয়ার রয়েছে।

তা হলে কি শ্রেয়স আইয়ারের পঞ্জাব পিছিয়ে? তাও নয়। দুর্দান্ত খেলেই ফাইনাল অবধি পৌঁছেছে। কিন্তু আরসিবির থেকে পার্থক্য বোধ হয় বোলিং আক্রমণের ধারাবাহিকতা। অর্শদীপ সিং শুরু থেকে দুর্দান্ত ছন্দে ছিলেন। বিরতির পর তাঁর বোলিংয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছে। যুজবেন্দ্র চাহাল চোটের কারণে তিন ম্যাচ ছিলেন না। দ্বিতীয় কোয়ালিফায়ারে ফিরলেও এক উইকেট। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া চাহালের ক্ষেত্রে যা চাপের। তা হলে কি এই ম্যাচে বাঁ হাতি স্পিনার হরপ্রীত ব্রারকে অগ্রাধিকার দেওয়া হতে পারে? অবাক হওয়ার নেই। কী হতে পারে ফাইনালে দু-দলের কম্বিনেশন?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য দ্বাদশ: ফিল সল্ট, বিরাট কোহলি, মায়াঙ্ক আগরওয়াল, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন/টিম ডেভিড, জীতেশ শর্মা, রোমারিও শেপার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যশ দয়াল, জশ হ্যাজলউড, সূয়াশ শর্মা

পঞ্জাব কিংসের সম্ভাব্য দ্বাদশ: প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, জশ ইংলিশ, শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টইনিস, আজমতুল্লা ওমরজাই, বিজয়কুমার বিশাখ, কাইল জেমিসন, যুজবেন্দ্র চাহাল/হরপ্রীত ব্রার, অর্শদীপ সিং