GT vs LSG Playing XI IPL 2025: দিশাহীন পন্থদের বিরুদ্ধে টপ টু-র নজরে নামছেন শুভমনরা
GT vs LSG Preview: প্রথম দুইয়ে থাকা মানে ফাইনালে ওঠার দুটো সুযোগ। সে কারণেই প্লে-অফে যাওয়ার পাশাপাশি শীর্ষ দুইয়ে থাকায় নজর থাকে টিমগুলির। গুজরাট টাইটান্সেরও একই টার্গেট। আজ জিতে নিজেদের অবস্থান আরও মজবুত করতে মুখিয়ে শুভমন গিলরা।

লিগ টেবলে আপাতত শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। তবে এর পরিবর্তন হতেই পারে। প্রথম দুইয়ে থাকা দলের প্লে-অফে বাড়তি সুবিধা থাকে। প্রথম কোয়ালিফায়ারে খেলে লিগের টপ টু টিম। জিতলে সরাসরি ফাইনাল। হারলে দ্বিতীয় কোয়ালিয়ার। অর্থাৎ প্রথম দুইয়ে থাকা মানে ফাইনালে ওঠার দুটো সুযোগ। সে কারণেই প্লে-অফে যাওয়ার পাশাপাশি শীর্ষ দুইয়ে থাকায় নজর থাকে টিমগুলির। গুজরাট টাইটান্সেরও একই টার্গেট। আজ জিতে নিজেদের অবস্থান আরও মজবুত করতে মুখিয়ে শুভমন গিলরা।
ঘরের মাঠে গত ম্যাচে সানরাইজার্সের কাছে হারের পরই প্লে-অফের দৌড় থেকে পুরোপুরি ছিটকে গিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। এখন শুধুই মর্যাদার ম্যাচ। তবে ঋষভ পন্থের কাছে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। ক্যাপ্টেন হিসেবে যেমন হতাশা তেমনই ব্যাটিংয়ের দিক থেকে ভুলে যাওয়ার মতোই মরসুম পন্থের। অনেকেই পরামর্শ দিচ্ছেন, শেষ দুটি ম্যাচে পন্থ যাতে না খেলেন। একটু ব্রেক নিলে হয়তো ভালো পরিস্থিতিতে থাকবেন। সেই সম্ভাবনা ক্ষীণ। বরং প্লে-অফের চাপ না থাকায় খোলা মনে বাকি দুটো ম্যাচ খেলাতেই নজর পন্থের।
সানরাইজার্স ম্যাচে শৃঙ্খলাভঙ্গে এক ম্যাচের নির্বাসন দেওয়া হয়েছিল দিগ্বেশ রাঠিকে। এই স্পিনারকে পাবে না লখনউ সুপার জায়ান্টস। রবি বিষ্ণোইয়ের কাছে দারুণ সুযোগ এমন পরিস্থিতিতে নিজের গুরুত্বটা বোঝানো। তাঁর সঙ্গে জুটিতে দেখা যেতে পারে বাঁ হাতি স্পিনার মণিরমন সিদ্ধার্থকে। খুব বেশি খেলার সুযোগ পাননি স্পিন বোলিং অলরাউন্ডার শাহবাজ আহমেদও। তাঁকেও দেখা যেতে পারে এই ম্যাচে। কী হতে পারে দু-দলের কম্বিনেশন?
গুজরাট টাইটান্সের সম্ভাব্য দ্বাদশ: শুভমন গিল, সাই সুদর্শন, জস বাটলার, শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, কাগিসো রাবাডা, আর্শাদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ
লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য দ্বাদশ: মিচেল মার্শ, এইডেন মার্কব়্যাম, ঋষভ পন্থ, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, আব্দুল সামাদ/হিম্মত সিং, শার্দূল ঠাকুর, রবি বিষ্ণোই, আকাশ দীপ, আবেশ খান, শাহবাজ আহমেদ/মণিরমন সিদ্ধার্ধ, উইল ও’রুরকি
