
কলকাতা নাইট রাইডার্স এবং গৌতম গম্ভীর। এই জুটি হতাশ করেনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল দুই দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। দু-দলই পাঁচ বার করে ট্রফি জিতেছে। এরপরই রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিন বার চ্যাম্পিয়ন নাইট রাইডার্স। ২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীরের ক্যাপ্টেন্সিতে ট্রফি জিতেছিল কেকেআর। গত মরসুমে কেকেআরের মেন্টর হয়ে ফিরেছিলেন গৌতম গম্ভীর। ট্রফিও দিয়েছেন। এরপরই জাতীয় দলের কোচ হন গৌতম গম্ভীর। কেকেআরে তাঁর না থাকাটা যে বড়রকমের ছাপ ফেলছে, পারফরম্যান্সে যেন তেমনই ধরা পড়ছে। এ বার সোজাসুজি বলেই দিলেন কেকেআরের তরুণ পেসার হর্ষিত রানা।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে দুর্দান্ত পারফরম্যান্সের জেরেই জাতীয় দলে ডাক পেয়েছিলেন হর্ষিত। গৌতম গম্ভীরের কোচিংয়ে জাতীয় দলে ব্রেক থ্রু। গত বার ট্রফি জয়, এ বার ছন্দ খুঁজছে কেকেআর। বোলিং আক্রমণ দুর্দান্ত পারফর্ম করলেও ব্যাটিংয়ে ধারাবাহিকতা দেখা যাচ্ছে না। কাল অর্থাৎ মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। টিমের জন্য অ্যাওয়ে ম্যাচ হলেও হর্ষিতের জন্য ঘরের মাঠ। দিল্লির ছেলে হর্ষিত। তেমনই গৌতম গম্ভীরও এই স্টেডিয়ামে খেলেই আন্তর্জাতিক ক্রিকেটে উঠে এসেছেন।
দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরের পেসার হর্ষিত রানা বলেছেন, ‘আমাদের কোচিং টিম কার্যত একই রয়েছে। অভিষেক নায়ার ভাইও ফিরেছে। কিন্তু গত বার যে একটা বাড়তি এনার্জি ছিল, সেটা মিস করছি। এটা পুরোপুরি আমার ব্যক্তিগত অনুভূতি। বাকিদের বিষয়ে বলতে পারব না। তবে চান্দু স্যর (চন্দ্রকান্ত পণ্ডিত), নায়ার ভাই, ব্র্যাভো রয়েছেন। পরিবেশও কার্যত আগের মতো রয়েছে।’
অভিষেক নায়ার ফেরায় কেকেআরে কিছুটা হলেও পরিস্থিতির বদল হয়েছে, এমনটাও মনে করেন হর্ষিত রানা। কেকেআরে গম্ভীরের সহকারী ছিলেন অভিষেক নায়ার। গম্ভীর জাতীয় দলের কোচ হওয়ার পর অভিষেক নায়ার সেখানেও ছিলেন। সদ্য বোর্ড তাঁকে ছেঁটে ফেলেছে। অভিষেক নায়ার ফিরেছেন কেকেআরে। এই টিমের ভারতীয় ক্রিকেটারদের সম্পর্কে তাঁর জ্ঞান দলের সম্পদ। নায়ার আসায় কেকেআরের ভারতীয় ক্রিকেটাররা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন, এমনটাই মত হর্ষিতেরও।