AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL Funny Moments: আইপিএলের এই মজার মুহূর্তগুলো মনে পড়ে?

Indian Premier League: আইপিএলের এই দীর্ঘ ১৮ বছরের যাত্রায় নানা মজার ঘটনা রয়েছে। বেশ কিছু খেলোয়াড় রয়েছেন যাঁরা মাঠে নামলেই এমন কিছু করেন যাতে হাসির রোল ওঠে। উদাহরণ হিসেবে গেইল, ওয়ার্নার, বিরাট, কায়রন পোলার্ডদের কথা মাথায় আসে। চলুন দেখে নিই আইপিএলের এমনই মজার পাঁচটি ঘটনা।

IPL Funny Moments: আইপিএলের এই মজার মুহূর্তগুলো মনে পড়ে?
Image Credit: BCCI
| Updated on: May 03, 2025 | 1:15 PM
Share

আইপিএলের এই দীর্ঘ ১৮ বছরের যাত্রায় নানা মজার ঘটনা রয়েছে। বেশ কিছু খেলোয়াড় রয়েছেন যাঁরা মাঠে নামলেই এমন কিছু করেন যাতে হাসির রোল ওঠে। উদাহরণ হিসেবে গেইল, ওয়ার্নার, বিরাট, কায়রন পোলার্ডদের কথা মাথায় আসে। চলুন দেখে নিই আইপিএলের এমনই মজার পাঁচটি ঘটনা।

২০১৫ সালে আইপিএলে বেঙ্গালুরু বনাম মুম্বই ম্যাচ। দুই ক্যারিবিয়ান সুপার স্টার ক্রিস গেইল ও পোলার্ড বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। আম্পায়ার এসে পোলার্ডকেই বাধা দেন। পরের ওভারে পোলার্ড মুখে টেপ আটকে বল করতে আসেন। এই দৃশ্য দেখেই হাসির রোল ওঠে স্টেডিয়ামে। পরে সেই ছবি ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।

২০১৩ সালের আরও একটা ঘটনা এভাবেই আনন্দ দিয়েছিল। হায়দরাবাদ ও মুম্বইয়ের একটি ম্যাচের প্রথম থেকেই ডেভিড ওয়ার্নার এবং পোলার্ডের মধ্যে স্লেজিং চলছিলই। কিছু ক্ষেত্রে মজার স্লেজিং সিরিয়াসও হয়ে যায়। পোলার্ডের একটি ডেলিভারিতে ওয়ার্নার মারার চেষ্টায় ব্যর্থ হন। ডট বল। দুজনেই দুজনকে স্লেজ করতে গেলেন। হঠাৎ পোলার্ডকে একটি ফ্লাইং কিস দেন ওয়ার্নার। আর তাতেই পোলার্ড তার পরিবর্তে অদ্ভুত মুখের অঙ্গভঙ্গি করেন। ওটি এখনও সবচেয়ে অদ্ভুত কিছু রিয়্যাকশনের একটি হয়ে রয়ে গিয়েছে।

রবীন্দ্র জাডেজার একটি ছয় মারার ঘটনাও রয়েছে। ২০১৯ সালে রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামে চেন্নাই। একসময় ব্যাট করছিলেন জাডেজা এবং ধোনি। বেন স্টোকসের একটি বলে ছক্কা হাঁকাতে গিয়ে পড়ে যান জাডেজা। আর তা দেখে বোলার স্টোকসও পড়ে গেলেন। স্টোকসের পড়াটা ইচ্ছাকৃত। উল্টোদিকে ছিলেন ধোনি। রান নেওয়ার জন্য উল্টোদিকে পৌঁছে যান ধোনি। তখনও উঠে দাঁড়াননি জাডেজা। বিন্দাস শুয়ে রয়েছেন। ধোনিও মজার ছলে জাডেজার মাথায় ব্য়াট দিয়ে মারেন ধোনি।

জাডেজার আরও একটা মজার ঘটনা রয়েছে। জাডেজা এবং ওয়ার্নারের। ২০২৩ সালে দিল্লির বিরুদ্ধে খেলতে নামে চেন্নাই। দীপক চাহারের বোলিংয়ে সিঙ্গল নেন ওয়ার্নার। রান নেওয়ার সময় মইন আলি প্রথমে মিস করেন। তারপর আবার রান নেওয়ার জন্য ক্রিজ ছাড়েন ডেভিড। তখন রাহানের হাতে বল। উল্টোদিক থেকে বল চাইলেন জাডেজা। রাহানে দিলেনও। বল হাতে যেন রান আউট করে দেওয়ার জন্য শাঁসালেন জাডেজা। তখনই ডেভিড ওয়ার্নার জাডেজাকে তাঁরই সোর্ড সেলিব্রেশন নকল করে দেখান। বিষয়টি খুবই মজার। এবং আইপিএলের ইতিহাসে এটি অন্যতম মজার ঘটনা।

এত কিছুর পর বোধ হয় এই ঘটনাটা বেশি মজার। সেটা ২০১৭ সালের। রাইজিং পুনে সুপার জায়ান্টসের একটি ম্যাচের ঘটনা। কমেন্ট্রি বক্সে কিংবদন্তি কেভিন পিটারসন। মাঠে এক ক্রিকেটারের কাছেও মাইক থাকে। সেই ম্যাচে বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারির কাছে সেই মাইক ছিল। স্লিপে ফিল্ড করছিলেন। মনোজ তিওয়ারিকে ভায়া করে কিপার ধোনিকে বার্তা দেন কেপি। পিটারসন বলেন, ‘তুমি কি ধোনিকে বলতে পারবে যে আমি ওর থেকে বেশি ভালো গল্ফ প্লেয়ার।’ মনোজ হেসে ধোনিকে সেই কথা বলেন। ধোনিও রিপ্লাই দিতে ছাড়েননি। তিনি বলেন, ‘পিটারসন এখনও আমার প্রথম টেস্ট উইকেট।’ এই মুহূর্ত এখনও অনেকের স্মৃতিতে অমলিন।