AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL Unique Stats: ব্যাটারদের দাপটের মাঝে আইপিএলে বোলারদের ‘ওভার’ বাউন্ডারি!

Indian Premier League: ব্যাটার যত বেশি আক্রমণাত্মক, উইকেট নেওয়ার সম্ভাবনাও বাড়ে বোলারের। আইপিএলের মঞ্চে হ্যাটট্রিক প্রচুর দেখা গিয়েছে। অনেক বোলার ফাইফারও নিয়েছেন। কিন্তু এক ওভারেই চার উইকেট! এমনও অনেক উদাহরণ রয়েছে। খুবই সীমিত।

IPL Unique Stats: ব্যাটারদের দাপটের মাঝে আইপিএলে বোলারদের 'ওভার' বাউন্ডারি!
Image Credit: BCCI
| Updated on: May 05, 2025 | 1:44 PM
Share

আইপিএলে মূলত ব্যাটারদেরই রমরমা দেখা যায়। আইপিএলের সেই উদ্বোধনী ম্যাচ? ব্রেন্ডন ম্যাকালামের ১৫৮ রানের ইনিংসই যেন আইপিএলের ভবিষ্যৎ বলে দিয়েছিল। রানের বন্যায় ভেসেছেন বোলাররা। তবে কখনও কখনও বোলাররাও পাল্টা দিয়েছেন। অনেক লো-স্কোরিং ম্যাচও হয়েছে। ঠিক দাবার চালের মতো, বোলাররাও ম্যাচের রং বদলেছেন।

ব্যাটার যত বেশি আক্রমণাত্মক, উইকেট নেওয়ার সম্ভাবনাও বাড়ে বোলারের। আইপিএলের মঞ্চে হ্যাটট্রিক প্রচুর দেখা গিয়েছে। অনেক বোলার ফাইফারও নিয়েছেন। কিন্তু এক ওভারেই চার উইকেট! এমনও অনেক উদাহরণ রয়েছে। খুবই সীমিত। আইপিএলের ইতিহাসে মাত্র তিন বোলারই এমনটা করতে পেরেছেন। আর ওভারে চার, ঘটেছেও চার বার।

প্রথম এমন কীর্তি অমিত মিশ্রর। ২০১৩ সালে হায়দরাবাদ বনাম পুনে ওয়ারিয়র্স ম্যাচ। হায়দরাবাদ মাত্র ১১৭ রান করতে পেরেছিল। অমিত মিশ্রের চার উইকেটের ওভারের দরুণ সেই রানও করতে পারেনি পুনে। একই ওভারে অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ভুবনেশ্বর কুমার, রাহুল শর্মা ও অশোক দিন্দাকে ফিরিয়েছিলেন অমিত মিশ্র।

ফের এমনটা দেখা যায় ২০২২ সালে। এক ওভারে চার উইকেট নিয়েছিলেন যুজবেন্দ্র চাহাল। রাজস্থান রয়্যালসের জার্সিতে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই কীর্তি চাহালের। প্রথমে ব্য়াট করতে নেমে ২১৭ রান করে রাজস্থান। ১৭তম ওভারে শ্রেয়স আইয়ার, শিবম মাভি, প্যাট কামিন্স ও ভেঙ্কটেশ আইয়ারকে তুলে নেন চাহাল। এই ওভারেই আইপিএল কেরিয়ারের প্রথম হ্যাটট্রিকও করেন।

সে বছরই তৃতীয়বার এমন ঘটনা। কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্সের ম্যাচে। গুজরাটের বিরুদ্ধে বল করতে নেমে এক ওভারে চার উইকেট নিয়েছিলেন আন্দ্রে রাসেল। এক ওভারেই তুলে নেন অভিনব মনোহর, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া ও যশ দয়ালকে। সেই পারফরম্য়ান্সও সেদিন জেতাতে পারেনি কেকেআরকে।

একমাত্র বোলার হিসেবে দু-বার ওভারে চার উইকেট চাহালের। কয়েকদিন আগেই চেন্নাইয়ের বিরুদ্ধে খেলতে নেমেছিল হ্যাটট্রিক করেন চাহাল। চেন্নাই ইনিংসের ১৯তম ওভারে ধোনি, দীপক হুডা, অংশুল কম্বোজ ও নুর আহমেদকে ফেরান। ধোনির উইকেট অবশ্য হ্যাটট্রিকের মধ্যে ছিল না। ওভারের শেষ তিন বলে হুডা, অংশুল, নুরকে ফিরিয়ে হ্যাটট্রিক করেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া যুজবেন্দ্র চাহাল। আর তারপরই সেই ট্রেডমার্ক আধশোয়া সেলিব্রেশনও দেখা যায়।