AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025, Virat Kohli: বিরাট কোহলির তিন ‘ট্রিকস’ খোলসা করলেন আরসিবি কিপার জীতেশ শর্মা

IPL 2025, Royal Challengers Bengaluru: এত ফ্যান ফলোয়িং, ভালোবাসা আগে পাননি। শুধু তাই নয়, বিরাট কোহলির মতো কিংবদন্তির সঙ্গে খেলার সুযোগ তাঁর উন্নতিতে আরও সাহায্য করছে। বিরাটের থেকে কী শিখেছেন? খোলসা করলেন আরসিবির এই কিপার ব্যাটার।

IPL 2025, Virat Kohli: বিরাট কোহলির তিন 'ট্রিকস' খোলসা করলেন আরসিবি কিপার জীতেশ শর্মা
Image Credit: PTI FILE
| Updated on: May 21, 2025 | 3:49 PM
Share

কলকাতা: আইপিএল নতুন প্রতিভারও ছড়াছড়ি। বিশ্বের বড় বড় তারকাদের সঙ্গে একসঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেওয়া। তাঁদের থেকে নানা খুঁটিনাটি জিনিস শেখা। সফলতার দিকে এগিয়ে যেতে সাহায্য করে তরুণদের। বিশ্বক্রিকেটে একাধিক নতুন তারকার জন্ম দিয়েছে আইপিএল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কিপার-ব্যাটার জীতেশ শর্মা তেমনই একজন। পঞ্জাব কিংস থেকে তাঁর পরিচিতি। মেগা অকশনে তাঁকে নিয়েছিল আরসিবি। এরপরই যেন জীবনটা আরও বদলে গিয়েছে। এত ফ্যান ফলোয়িং, ভালোবাসা আগে পাননি। শুধু তাই নয়, বিরাট কোহলির মতো কিংবদন্তির সঙ্গে খেলার সুযোগ তাঁর উন্নতিতে আরও সাহায্য করছে। বিরাটের থেকে কী শিখেছেন? খোলসা করলেন আরসিবির এই কিপার ব্যাটার।

উঠতি ক্রিকেটারদের কাছে কিং কোহলি একজন রোল মডেল। বিরাট নিজের ক্রিকেট জীবনে সফলতার যে পর্যায়ে পৌঁছেছেন নতুনদের কাছে তিনি যে একজন রোল মডেল হবেন তা স্বাভাবিক। কোহলির জীবন যাপনে শৃঙ্খলা, তাঁর ফিটনেস লেভেল ও মানসিক শক্তি সকলের কাছেই অনুপ্রেরণা। আরসিবি দলের নতুন তারকা জীতেশ এক আলোচনায় বলেছেন তিনি কীভাবে বিরাটের থেকে ব্যাটিংয়ের নতুন নতুন পরামর্শ পেয়েছেন। বিরাটের সঙ্গে বাঁধনের কথাও তুলে ধরেছেন।

তিন মরসুম পঞ্জাব কিংসে খেলার পর এই মরসুমে আরসিবি জার্সিতে জীতেশ। ১১ কোটিতে এই ভারতীয় কিপার-ব্যাটারকে নিয়েছিল আরসিবি। একটি পডকাস্টে জীতেশ বলেছেন , “বিরাট আমাকে তিনটি খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছে। ম্যাচের কঠিন পরিস্থিতিতে স্নায়ুর চাপ ধরে রাখা, ম্যাচের মুহূর্ত সম্পর্কে চিন্তা করা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া।”

জীতেশ আরও বলেন যে, ৫ বা ৬ নম্বরে ভালো পারফরম্যান্সের ক্ষেত্রে কীভাবে তাঁকে ব্যাটিং করতে হবে তা বুঝিয়েছেন কোহলি। জীতেশ বলেন, “৫,৬ নম্বরে যারা ব্যাট করতে নামে তাঁরা সকলেই চায় ওই মুহূর্তে ছয় মারতে। তবে নিজেকে বুঝতে হবে ওই সময়ে কী ভাবে আক্রমণাত্মক ব্যাটিং করতে হবে। পরিস্থিতি অনুযায়ী নিজের ফোকাস পরিবর্তন করতে হবে। এই ছোট ছোট জিনিসগুলিই বলেছে।” তবে কোহলির এই ছোট ছোট বিষয়গুলিই যে তাঁর ব্যাটিংয়ে বিরাট প্রভাব ফেলছে, জানাতে ভোলেননি জীতেশ।