AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KKR, IPL 2026: চন্দ্রকান্ত পণ্ডিতের বিদায়, কোচিং টিমে বদল আনছে কেকেআর

Kolkata Knight Riders: মেন্টর হিসেবে ছিলেন গৌতম গম্ভীর। ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে দুটো ট্রফি দিয়েছিলেন গৌতম গম্ভীর। মেন্টর হিসেবে ফিরেও ট্রফি। গত মরসুমে চূড়ান্ত ব্যর্থ হয় কলকাতা নাইট রাইডার্স। বিদায় হলে গেল হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের।

KKR, IPL 2026: চন্দ্রকান্ত পণ্ডিতের বিদায়, কোচিং টিমে বদল আনছে কেকেআর
Image Credit: PTI FILE
| Updated on: Jul 29, 2025 | 8:18 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আগামী মরসুমের আগে ঢেলে দল সাজাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। অন্তত ইঙ্গিত তেমনই। গত মরসুমের মাঝপথে সহকারী হিসেবে ফিরেছিলেন অভিষেক নায়ার। তিনি এ বার উইমেন্স প্রিমিয়ার লিগে ইউপি ওয়ায়ির্সের দায়িত্ব নিয়েছেন। দু-বছর কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ ছিলেন চন্দ্রকান্ত পণ্ডিত। ২০২৪-এর আইপিএলে কেকেআর টিমে মেন্টর হিসেবে ছিলেন গৌতম গম্ভীর। ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে দুটো ট্রফি দিয়েছিলেন গৌতম গম্ভীর। মেন্টর হিসেবে ফিরেও ট্রফি। গত মরসুমে চূড়ান্ত ব্যর্থ হয় কলকাতা নাইট রাইডার্স। বিদায় হলে গেল হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের।

দীর্ঘ ১০ বছরের ব্যবধানে ট্রফি জয়ের নেপথ্যে গৌতম গম্ভীরকেই কৃতিত্ব দেওয়া হয়েছিল। তা যে খুব একটা ভুল নয়, গত মরসুমের পারফরম্যান্সই যেন প্রমাণ করে দেয়। প্রথম শ্রেনির ক্রিকেটে চন্দ্রকান্ত পণ্ডিত যথেষ্ঠ সফল কোচ। যদিও টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর দক্ষতা নিয়ে সন্দেহ থাকেই। কলকাতা নাইট রাইডার্স ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নেমেছিল ১৮তম সংস্করণে। কিন্তু প্লে-অফের ধারেকাছেও যেতে পারেনি। কোচিং টিমে তাই বড় বদলের পথে কলকাতা নাইট রাইডার্স।

কলকাতা নাইট রাইডার্সের তরফেই একটি সোশ্যাল মিডিয়া পোস্টে চন্দ্রকান্ত পণ্ডিতের বিদায়ের কথা জানানো হয়েছে। কোচকে যে ছাঁটাই করা হল তা পরিষ্কার। গত মরসুমে গম্ভীরের জায়গায় কেকেআরের মেন্টর হয়েছিল ডোয়েন ব্র্যাভো। তাঁকে রাখা হবে। তবে মেন্টরের পাশাপাশি হেড কোচের দায়িত্বও তিনিই সামলাবেন, নিশ্চয়তা নেই। দীর্ঘ সময় ধরেই আলোচনা চলছে, কেকেআরের প্রাক্তন ক্যাপ্টেন ইয়ন মর্গ্যানকে কোচ করে আনার। শুধু তাই নয়, বোলিং কোচ ভরত অরুণের সঙ্গেও কেকেআরের ছাড়াছাড়ি হতে পারে। তিনি চেন্নাই সুপার কিংসে যোগ দিতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে।