
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অন্যতম ধারাবাহিক দল গুজরাট টাইটান্স। আত্মবিশ্বাসেরও তুঙ্গে। ২০০৮ সাল থেকেই আইপিএলে খেলছে কলকাতা নাইট রাইডার্স। ২০২২ সালে আইপিএল অভিষেক হয়েছে গুজরাট টাইটান্সের। মজার বিষয়, কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স মুখোমুখি হয়েছে মাত্র তিন বার! এর মধ্যে দু-বারই জিতেছে গুজরাট টাইটান্স। ইডেন গার্ডেন্সে ফের একবার মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও গুজরাট টাইটান্স।
টিম হিসেবে দু-দলের মুখোমুখি সাক্ষাৎ সীমিত হলেও কেউ কারও অচেনা নয়। টাইটান্স ক্যাপ্টেন শুভমন গিলের আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল কলকাতা নাইট রাইডার্সেই। সে সময় তরুণ ক্রিকেটার টপ অর্ডারে খুব একটা সুযোগ পাননি। ২০২২ সালে তাঁকে নেয় গুজরাট টাইটান্স। ২০২৪ আইপিএলের আগে হার্দিক টাইটান্স ছাড়ায় ক্যাপ্টেন্সির দায়িত্বও দেওয়া হয় শুভমনকে। প্রাক্তন বা বলা ভালো প্রথম দলের বিরুদ্ধে আবেগের ম্যাচও। তেমনই প্রসিধ কৃষ্ণও খেলেছেন কেকেআরে। আর ভুললে চলবে না, টাইটান্সের অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা আইপিএলের উদ্বোধনী সংস্করণ অর্থাৎ ২০০৮ সালে খেলেছিলেন কেকেআর জার্সিতেই।
পারফরম্যান্সের দিক থেকে দুর্দান্ত ছন্দে গুজরাট টাইটান্স। তবে ব্যাটিংয়ে তাদের সবচেয়ে বেশি রান এসেছে টপ থ্রি অর্থাৎ সাই সুদর্শন, শুভমন গিল, জস বাটলারের থেকেই। কিছুটা বড় অবদান রেখেছেন শেরফান রাদারফোর্ড। তাদের বোলিং আক্রমণও দুর্দান্ত ছন্দে। অন্য দিকে, কেকেআরের টিমে ম্যাচ উইনারের অভাব নেই। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের অভাব স্পষ্ট। কোনও ম্যাচে চোখ ধাঁধানো পারফরম্যান্স, আবার কোনও ম্যাচে ব্যাটিং বিপর্যয়। অভিষেক নায়ার কোচিং টিমে ফেরার ফলে কিছু পরিবর্তন হবে, এটুকু প্রত্যাশা যায়। কী হতে পারে কম্বিনেশন?
গুজরাট টাইটান্সের কম্বিনেশনে বদলের সম্ভাবনা ক্ষীণ। তবে কেকেআরের কম্বিনেশনে বদল হওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষ করে গত ম্যাচে ১১২ রান তাড়া করতে নেমে ৯৫ রানে অলআউট হওয়ার পর তো অবশ্যই। প্রথমত ওপেনিং কম্বিনেশন। যা এই মরসুমে সবচেয়ে বড় চিন্তা। কুইন্টন ডিককের জায়গায় রহমানুল্লা গুরবাজকে আনা হলে অবাক হওয়ার থাকবে না। এখানেও মজার বিষয়। গুরবাজেরও প্রথম টিম টাইটান্স। যদিও আইপিএল অভিষেক হয়েছিল কেকেআরেই। দ্বিতীয় বদল যেটা হতে পারে, অনরিখ নর্টজের জায়গায় স্পিন বোলিং অলরাউন্ডার মইন আলি। যাতে ব্যাটিংয়ে কিছুটা হলেও গভীরতা বাড়ে।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য দ্বাদশ: সুনীল নারিন, কুইন্টন ডিকক/রহমানুল্লা গুরবাজ, অজিঙ্ক রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, অংকৃষ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, মইন আলি/অনরিখ নর্টজে, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী
গুজরাট টাইটান্সের সম্ভাব্য দ্বাদশ:শুভমন গিল, সাই সুদর্শন, জস বাটলার, শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, আর্শাদ খান, সাই কিশোর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, ইশান্ত শর্মা/ওয়াশিংটন সুন্দর/কুলবন্ত কেজরোলিয়া