LSG, IPL 2025: পন্থের জীবনের সঙ্গে বিরাট মিল পুরানের, ক্যাপ্টেনকে নিয়ে LSG তারকা বললেন…

Nicholas Pooran on Rishabh Pant: এ বারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ। আর ক্যারিবিয়ান সুপারস্টার নিকোলাস পুরান তাঁর ডেপুটি। যে কারণে তাঁদের মধ্যে মাঠে এবং মাঠের বাইরে আরও বোঝাপড়া বাড়ছে। 

LSG, IPL 2025: পন্থের জীবনের সঙ্গে বিরাট মিল পুরানের, ক্যাপ্টেনকে নিয়ে LSG তারকা বললেন...
পন্থের জীবনের সঙ্গে বিরাট মিল পুরানের, ক্যাপ্টেনকে নিয়ে LSG তারকা বললেন... Image Credit source: PTI

Apr 27, 2025 | 3:35 PM

ক্রিকেট যেমন অনিশ্চয়তার খেলা, তেমনই প্রতিটি মানুষের জীবন কোন দিকে এগোবে, তা অনিশ্চিত। সেই অনিশ্চয়তাই যেন মেলাচ্ছে লখনউ সুপার জায়ান্টসের দুই তারকাকে। দু’জনের জীবনে বেশ কিছু ঘটনা ভীষণ এক। দু’জনেই এখন একই দলের হয়ে আইপিএলে খেলছেন। কথা হচ্ছে লখনউয়ের দুই প্রতিভাবান কিপার-ব্যাটার নিকোলাস পুরান (Nicholas Pooran) ও ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়ে। দু’জনই বিধ্বংসী ব্যাটার। ক্রিকেট জগতে আসার পর তাঁদের অনেকটা একই ধরনের সংগ্রাম, একই ধরনের অনিশ্চয়তার সম্মুখীন হতে হয়েছিল।

২০১৫ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম্যান্সের পর মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েছিলেন পুরান। অনুশীলন সেরে ফেরার সময় গাড়ি দুর্ঘটনায় সম্মুখীন হয়েছিলেন। তারপর হুইলচেয়ার সঙ্গী হয়। ক্রিকেটে জগতে আবার কবে ফিরতে পারবেন, তা অনিশ্চিত হয়ে যায়। একইরকম ভাবে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় ক্রিকেট জগতে ফেরা অনিশ্চিত হয়ে গিয়েছিল ঋষভ পন্থেরও। দুই তারকাই মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছিলেন। সে যেন যমে মানুষে টানাটানি। খুশির বিষয়, দু’জনই জীবনের কালো অধ্যায় কাটিয়ে এসেছেন। নিজেদের প্রিয় ২২ গজে ফিরতে পেরেছেন। সাফল্যও পাচ্ছেন।

আইপিএলের চলতি মরসুমের অন্যতম সেরা ব্য়াটার নিকোলাস পুরান। ৯ ম্য়াচে ৩৭৭ রান করে সবচেয়ে বেশি রানের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। এ বার পন্থকে নিয়ে মুখ খুললেন তিনি। পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘পন্থের দুর্ঘটনার আগেও আমাদের মধ্যেও সম্পর্ক ভালোই ছিল। সব সময় যোগাযোগ থাকত আমাদের। আমরা পারলেই দেখা করি। যখন আমি এখানে আসি অথবা ও ওয়েস্ট ইন্ডিজে যায়।’

পুরান আরও বলেছেন, ‘আমাদের দু’জনরই জীবনটা দুর্ঘটনার পর বদলে যায়। সেই সময়টা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক ছিল। কিন্তু এটাই একমাত্র ভালো এই যে আমরা দু’জনই এখন খেলতে পারছি। এটা একটা দারুণ অনুভুতি। আমরা সব সময় আমাদের অভিজ্ঞতা ভাগ করে নিই, একে অন্যকে যতটা সম্ভব সাহায্য় করার চেষ্টা করি।’

উল্লেখ্য, এ বারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ। আর ক্যারিবিয়ান সুপারস্টার নিকোলাস পুরান তাঁর ডেপুটি। যে কারণে তাঁদের মধ্যে মাঠে এবং মাঠের বাইরে আরও বোঝাপড়া বাড়ছে।