MI vs RCB Playing XI IPL 2025: বুমরা ব্যাক, রোহিত প্রশ্ন; ওয়াংখেড়েতে বিরাট লড়াইয়ে কম্বিনেশন?
MI vs RCB Preview: ডাগআউট থেকে এবং স্ট্র্যাটেজিক টাইম আউটে মাঠে নেমে হার্দিক-স্কাইদের পরামর্শ দিতে দেখা গিয়েছে। রোহিতের জন্য 'অপেক্ষা' করা হবে এমনটাই জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স কোচ। প্র্যাক্টিসে যদিও ফিটই দেখিয়েছে রোহিতকে।

জসপ্রীত বুমরা ফিরছেন? মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মহেলা জয়বর্ধনে নিশ্চিত করেছেন, আজকের ম্যাচ থেকেই পাওয়া যাবে জসপ্রীত বুমরাকে। টিমের সঙ্গে চুটিয়ে অনুশীলনও করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা পেসার। বুমরার ফেরার দিনে প্রশ্ন অবশ্য রোহিত শর্মাকে নিয়ে। গত ম্যাচে ‘চোট’-এর জন্য খেলানো হয়নি রোহিতকে। তবে ডাগআউট থেকে এবং স্ট্র্যাটেজিক টাইম আউটে মাঠে নেমে হার্দিক-স্কাইদের পরামর্শ দিতে দেখা গিয়েছে। রোহিতের জন্য ‘অপেক্ষা’ করা হবে এমনটাই জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স কোচ। প্র্যাক্টিসে যদিও ফিটই দেখিয়েছে রোহিতকে।
মুম্বই ইন্ডিয়ান্স এ মরসুমে চারটির মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে। একমাত্র জয় ঘরের মাঠে। কলকাতা নাইট রাইডার্সকে বড় ব্যবধানে হারিয়েছে মুম্বই। গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে হার। ঘরে ফেরায়, মুম্বই ইন্ডিয়ান্স জয়ে ফিরবে, শিবিরে জোরালো বিশ্বাস। তার উপর বুমরা ফেরায় শক্তি বেড়েছে মুম্বইয়ের। সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারাও শেষ ম্যাচে ঘরের মাঠে হেরেছে। আর ওয়াংখেড়েতে গত দুই সাক্ষাতে হারই হজম করতে হয়েছে আরসিবি। এ বার চাকা ঘুরবে? কী হতে পারে দু-দলের কম্বিনেশন?
মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য দ্বাদশ: রোহিত শর্মা, রায়ান রিকলটন, উইল জ্য়াকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধির, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, বিগ্নেশ পুথুর
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্ভাব্য দ্বাদশ: ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, টিম ডেভিড, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল, রশিক সালাম/সূয়াশ শর্মা





