IPL 2025 Stunning Catch ভিডিয়ো: দুর্দান্ত দুষ্মন্ত! এটাই কি মরসুমের সেরা ক্যাচ? জোর আলোচনা
Delhi Capitals vs Kolkata Knight Riders: শ্রীলঙ্কার স্পিন বোলিং অলরাউন্ডার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অবিশ্বাস্য ক্যাচ নিয়েছিলেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তাঁকে টক্কর দেওয়ার মতো ক্যাচ নিলেন শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরা। অনেকেই বলছেন, এ মরসুমের সেরা ক্যাচ এটিই।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রতি মরসুমেই চোখ ধাঁধানো কিছু মুহূর্ত দেখা যায়। ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি গ্রাউন্ড ফিল্ডিংয়েও এমন নানা মুহূর্ত দেখা যায়। সেগুলো কমই মনে থাকে। তবে দুর্দান্ত ক্যাচ নিলে তা ভোলার নয়। এ মরসুমে এমনই এক চোখ ধাঁধানো ক্যাচ নিয়েছিলেন কামিন্দু মেন্ডিস। শ্রীলঙ্কার এই স্পিন বোলিং অলরাউন্ডার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অবিশ্বাস্য ক্যাচ নিয়েছিলেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তাঁকে টক্কর দেওয়ার মতো ক্যাচ নিলেন শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরা। অনেকেই বলছেন, এ মরসুমের সেরা ক্যাচ এটিই।
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গত ম্যাচে সানরাইজার্স জিতেছিল। চেন্নাইয়ের মাঠে প্রথম বার ধোনিদের হারানোর স্বাদ পেয়েছিল সানরাইজার্স। চেন্নাই ব্যাটিং আক্রমণ এ বার হতাশ করেছে। গত ম্যাচেও তার অন্যথা হয়নি। এর মাঝেই দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন চেন্নাই জার্সিতে অভিষেক করা বেবি এবি ডিওয়াল্ড ব্রেভিস। তিনি ক্রিজে থাকলে ম্যাচটা অন্য দিকে যেতেই পারত। বাউন্ডারি লাইনে উড়ন্ত ক্যাচ নিয়েছিলেন কামিন্দু মেন্ডিস। তাতেই ব্রেভিসের ক্যামিও ইনিংসের ইতি হয়।
অরুণ জেটলি স্টেডিয়ামে কেকেআর প্রথমে ব্য়াট করে ২০৫ রানের টার্গেট দেয় দিল্লি ক্যাপিটালসকে। এই স্কোর বাড়তেই পারত। কিন্তু শেষ ওভারে তিন উইকেট হারায় কেকেআর। মাত্র ৯ রান আসে শেষ ওভারে। আর সেই ওভারেই অনুকূল রায় গোল্ডেন ডাক। সৌজন্যে দুষ্মন্ত চামিরার অবিশ্বাস্য এই ক্যাচ। ভিডিয়ো দেখলেই বোঝা যাবে, কেন এই ক্যাচ নিয়ে এত আলোচনা।
Two moments of brilliance ✌
Andre Russell’s 1️⃣0️⃣6️⃣m six 🤩 Dushmantha Chameera’s spectacular grab 🤯
Which was your favourite out of the two? ✍
Scorecard ▶ https://t.co/saNudbWINr #TATAIPL | #DCvKKR | @KKRiders | @DelhiCapitals pic.twitter.com/9griw9ji4f
— IndianPremierLeague (@IPL) April 29, 2025
