PBKS vs RCB Playing XI IPL 2025: পঞ্জাবে লক্ষ্য পার্টনারশিপ! অতিথি সেবায় কী নিয়ে প্রস্তুতি শ্রেয়সরা?

PBKS vs RCB Preview: টিম ডেভিডের হাফসেঞ্চুরি তাদের ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেয়। শেষ রক্ষা যদিও হয়নি। ঘরের মাঠে হারের হ্যাটট্রিক করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ পঞ্জাবের ঘরের মাঠে মুখোমুখি এই দুই দল।

PBKS vs RCB Playing XI IPL 2025: পঞ্জাবে লক্ষ্য পার্টনারশিপ! অতিথি সেবায় কী নিয়ে প্রস্তুতি শ্রেয়সরা?
Image Credit source: RCB/X

Apr 20, 2025 | 12:46 AM

মাত্র একদিনের ব্যবধান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফের মুখোমুখি রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু ও পঞ্জাব কিংস। আইপিএলের জন্মদিন অর্থাৎ ১৮ এপ্রিল চিন্নাস্বামীতে মুখোমুখি হয়েছিল দু-দল। বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ম্যাচ ছোট হয়। ১৪ ওভারের ম্যাচে বেঙ্গালুরু শিবিরে আরও একবার ৪৯-এ অলআউটের আতঙ্ক তাড়া করছিল। অবশেষে টিম ডেভিডের হাফসেঞ্চুরি তাদের ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেয়। শেষ রক্ষা যদিও হয়নি। ঘরের মাঠে হারের হ্যাটট্রিক করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ পঞ্জাবের ঘরের মাঠে মুখোমুখি এই দুই দল।

আইপিএলের ১৮তম সংস্করণে আরসিবির কাছে অদ্ভূত পরিস্থিতি। এখনও অবধি সব কটি অ্যাওয়ে ম্যাচেই জয়। আর ঘরের মাঠে তিন ম্যাচ খেলে সবকটিতেই হার। আজ অ্যাওয়ে ম্যাচ। তা হলে কি পঞ্জাবের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে এগিয়ে রাখা যায়? প্রশ্নটা খুবই কঠিন। এর কারণও আরসিবিই। প্রতি মরসুমেই তাদের ক্ষেত্রে বলা হয়, টপ থ্রি-র পরই দৌড় শেষ। এ বার মিডল-লোয়ার অর্ডারেও যথেষ্ট পাওয়ার রয়েছে। কিন্তু পার্টনারশিপের অভাব। উইকেট পড়তে শুরু করলে ঝাঁকে ঝাঁকে পড়ছে। আবার টপ অর্ডার ভালো খেললে পরিস্থিতি পুরোপুরি আলাদা।

মুল্লানপুরে শেষ ম্যাচটা রোমাঞ্চকর হয়েছিল। কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস। ঘরের মাঠে পঞ্জাব মাত্র ১১১ রানেই অলআউট। এই স্কোর নিয়েও যে ম্যাচ জেতা যায়, পঞ্জাব শিবির আদৌ বিশ্বাস রেখেছিল কি না সন্দেহ। কিন্তু হয়েছিল তেমনই। যুজবেন্দ্র চাহালের ম্যাজিক স্পেল। বাকি বোলারদের সহযোগিতা। মাত্র ৯৫ রানেই কেকেআরকে গুটিয়ে দিয়েছিল পঞ্জাব। পরপর দুটি থ্রিলার জিতে আত্মবিশ্বাসে ভরপুর পঞ্জাব কিংস। আরসিবির কাছে ইতিবাচক দিক বলতে, গত ম্যাচে জশ হ্যাজলউডের দুর্দান্ত বোলিং। আজ কী হতে পারে কম্বিনেশন?

গত ম্যাচে ম্যাক্সওয়েলকে খেলায়নি পঞ্জাব। তবে ঘরের মাঠে গত ম্যাচে ভালো বোলিং করেছিলেন। ম্যাক্সির ফেরার সম্ভাবনা প্রবল। অন্যদিকে, আরসিবি হয়তো নতুন কিছু ট্রাই করতে পারে। লিয়াম লিভিংস্টোনের জায়গায় সুযোগ দেওয়া হতে পারে রোমারিও শেপার্ডকে।

পঞ্জাব কিংসের সম্ভাব্য দ্বাদশ: প্রভসিমরন সিং, প্রিয়াংশ আর্য, শ্রেয়স আইয়ার, জশ ইংলিশ/গ্লেন ম্যাক্সওয়েল, নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টইনিস, হরপ্রীত ব্রার, মার্কো জানসেন, জাভিয়ের বার্টলেট, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য দ্বাদশ: ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন/রোমারিও শেপার্ড, জীতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল, সূয়াশ শর্মা