IPL 2025, KKR: সূর্যবংশী নন, রবিবার কেকেআরের বড় প্রতিপক্ষ হোমগ্রাউন্ড! রয়েছে কারণ

Kolkata Knight Riders vs Rajasthan Royals: রবিবার ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে কেকেআর। এমন এক প্রতিপক্ষ যাদের আর প্লে-অফের সম্ভাবনা নেই। কিন্তু এই ম্যাচে রাজস্থান যেমন কঠিন প্রতিপক্ষ, এর চেয়েও বড় চিন্তা হোমগ্রাউন্ড।

IPL 2025, KKR: সূর্যবংশী নন, রবিবার কেকেআরের বড় প্রতিপক্ষ হোমগ্রাউন্ড! রয়েছে কারণ
Image Credit source: PTI

| Edited By: দীপঙ্কর ঘোষাল

May 02, 2025 | 7:55 PM

কলকাতা নাইট রাইডার্স কি প্লে-অফে জায়গা করে নিতে পারবে? অঙ্ক বলছে, অবশ্যই। বিশেষ করে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গত ম্যাচটা জেতার পর কেকেআরের সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে। এর জন্য মাঠেও ভালো পারফর্ম করতে পারবে। কলকাতা নাইট রাইডার্সের কাছে এখন প্রতিটা ম্যাচই কার্যত নকআউট পর্বের। ২০১৭ সালের পর প্রথম বার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে নাইট রাইডার্স। রবিবার ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে কেকেআর। এমন এক প্রতিপক্ষ যাদের আর প্লে-অফের সম্ভাবনা নেই। কিন্তু এই ম্যাচে রাজস্থান যেমন কঠিন প্রতিপক্ষ, এর চেয়েও বড় চিন্তা হোমগ্রাউন্ড।

প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া রাজস্থান রয়্যালস কী করে কেকেআরের কঠিন প্রতিপক্ষ? হিসেবটা খুব সহজ। তাদের আর হারানোর কিছু নেই। এখান থেকে প্রত্যেকটা ম্যাচ তাদের কাছে স্রেফ সম্মানরক্ষার। বৈভব সূর্যবংশীর মতো আরও নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়ার। টুর্নামেন্টে হাতে গোনা ম্যাচ বাকি তাদের। স্কোয়াডে অনেকেই রয়েছেন, যারা সুযোগ পাননি। কোনও অঙ্কের হিসেব না থাকায় অনেক বেশি খোলামনে খেলতে পারবে রাজস্থান রয়্যালস। কিন্তু কলকাতার কাছে রয়েছে জটিল অঙ্ক।

দ্বিতীয়ত কলকাতা নাইট রাইডার্সের কাছে বড় বাধা হোম গ্রাউন্ড। এ মরসুমে ঘরের মাঠ অনেক টিমের কাছেই আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। দিল্লি ক্যাপিটালসের কথাই ধরা যাক। শুরু থেকে টানা জিতছিল তারা। আসল ঘরের মাঠ অর্থাৎ দিল্লিতে তারা চারটির মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে। তাও সুপার ওভারে। বাকি তিন ম্যাচেই হার। একই পরিস্থিতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও। কেকেআরেরও ঘরের মাঠের পরিস্থিতি এ মরসুমে সুখের নয়।

এটা যদি একটা কারণ হয়, দ্বিতীয় কারণ নিঃসন্দেহে আবহাওয়া। বৃষ্টির কারণে ইডেনে গত ম্যাচটি মাঝপথেই ভেস্তে গিয়েছিল। পঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়। যা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কলকাতায় গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। বজ্র বিদ্য়ুৎ সহ বৃষ্টিও হয়েছে। এটা শুধু গত কয়েকদিনের পরিস্থিতি নয়। বরং আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন এমন পরিস্থিতিই থাকবে।

রবিবার কেকেআরের ম্যাচটি দিনের। অর্থাৎ বিকেলের ম্যাচ। এই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচ হারলে যেমন ক্ষতি তেমনই ভেস্তে গেলেও বড় ক্ষতি নাইট রাইডার্সের কাছে। প্রকৃতির উপর কারও নিয়ন্ত্রণ নেই। কেকেআর শিবিরে একটাই প্রার্থনা, ম্যাচটা যাতে ভেস্তে না যায়। এরপর অবশ্য মাঠের পারফরম্যান্সও নির্ভর করবে।