
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে সুস্বাদু ম্যাচ! দলের নিরিখে দেখলে আপাতত নয়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুর্দান্ত ছন্দে। অন্য দিকে, প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস। আরসিবি এই ম্যাচ জিতলে প্লে-অফ নিশ্চিত করে ফেলবে। প্রথম দল হিসেবে এই আইপিএলের প্লে-অফ নিশ্চিতের সুযোগ। চেন্নাই সুপার কিংস যে কারণে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এখান থেকে হারানোর কিছু নেই। নতুন প্লেয়াররা যদি দুর্দান্ত পারফর্ম করেন, আগামী মরসুমের জন্য রেডি করা যাবে তাঁদের। চেন্নাই প্লে-অফে যেতে না পারলেও আরসিবির অপেক্ষা বাড়াতে পারে।
বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে আরসিবি বনাম সিএসকে ম্যাচ শুধু অঙ্কের ম্যাচ নয়। আবেগের ম্যাচ। ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি শেষ বারের মতো মুখোমুখি হতে চলেছেন। মরসুমের শুরুতে ধোনি ইঙ্গিত দিয়েছিলেন, এটাই লাস্ট। এ মরসুমে চেন্নাইয়ের মাঠে দেখা হয়েছিল দু-দলের। ২০০৮ সালের পর চেন্নাই দুর্গ ভেদ করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজ ফিরতি ম্যাচে চিন্নাস্বামীতে মুখোমুখি দু-দল। যদিও ধোনি-বিরাটের ম্যাচে বাধা হতে পারে বরুণ দেব।
Hustle in the drizzle! 🌧️💪🏻#RCBvCSK #WhistlePodu 🦁💛 pic.twitter.com/k8YpF6Y5NK
— Chennai Super Kings (@ChennaiIPL) May 2, 2025
ম্যাচের আগের দিন চেন্নাই সুপার কিংস প্র্যাক্টিসের কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামে। এ মরসুমে ইতিমধ্যেই বেঙ্গালুরুতে একটি ম্যাচে বৃষ্টির প্রভাব পড়েছিল। তার উপর ঘরের মাঠে এ বার আরসিবির পরিসংখ্যানও খুব একটা সুখের নয়। তাই চেন্নাই সুপার কিংসকে খাতায় কলমে দুর্বল মনে হলেও আদতে নয়। তার অন্য়তম কারণ, তাঁরা অনেক খোলা মনে খেলতে পারবে। চেন্নাই শিবিরে আজ কি নতুন মুখ বংশ বেদীকে দেখা যাবে? দীপক হুডার জায়গায় বংশ বেদীর এন্ট্রির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। কী হতে পারে কম্বিনেশন?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য দ্বাদশ: বিরাট কোহলি, জেকব বেথেল, দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার, জীতেশ শর্মা, রোমারিও শেপার্ড, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল, সূয়াশ শর্মা
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য দ্বাদশ: শেখ রশিদ, আয়ুষ মাহত্রে, স্যাম কারান, রবীন্দ্র জাডেজা, ডিওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, বংশ বেদী/দীপক হুডা/বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি, অংশুল কম্বোজ, নুর আহমেদ, খলিল আহমেদ, মাতিসা পাথিরানা