RCB vs DC Playing XI IPL 2025: ঘরে ফিরছেন ফাফ! বেঙ্গালুরুতে কী হতে পারে কম্বিনেশন?

RCB vs DC Preview: হোম গ্রাউন্ডে মরসুমের প্রথম ম্যাচ হওয়ায় পরিস্থিতি বুঝে উঠতে সমস্য়া হয়েছিল। টস হারায় চাপ বাড়ে। প্রথমে ব্যাট করতে নামা এবং সিরাজের বিধ্বংসী স্পেলেই ব্যাকফুটে বেঙ্গালুরু। আজ নতুন ম্যাচ, পরিবেশ পরিস্থিতিও অনেকটাই চেনা।

RCB vs DC Playing XI IPL 2025: ঘরে ফিরছেন ফাফ! বেঙ্গালুরুতে কী হতে পারে কম্বিনেশন?
Image Credit source: X

Apr 10, 2025 | 12:05 AM

ঘরের মাঠ। রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছেই শুধু নয়। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালসের দুই ক্রিকেটারের কাছেও! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস। এ মরসুমে আরসিবি মাত্র একটি ম্যাচ হেরেছে। সেটা তাদের হোম গ্রাউন্ড চিন্নাস্বামী স্টেডিয়ামেই। যদিও হোম গ্রাউন্ডে মরসুমের প্রথম ম্যাচ হওয়ায় পরিস্থিতি বুঝে উঠতে সমস্য়া হয়েছিল। টস হারায় চাপ বাড়ে। প্রথমে ব্যাট করতে নামা এবং সিরাজের বিধ্বংসী স্পেলেই ব্যাকফুটে বেঙ্গালুরু। আজ নতুন ম্যাচ, পরিবেশ পরিস্থিতিও অনেকটাই চেনা। ঘরের মাঠে মরসুমের প্রথম জয় ছিনিয়ে নিতে মরিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

এ বারের আইপিএলে একমাত্র দল দিল্লি ক্যাপিটালস, যারা একশো শতাংশ জয়ের রেকর্ড ধরে রেখেছে। কিন্তু সেই রেকর্ড কি বজায় থাকবে? দিল্লি যেমন অপরাজিত, তেমনই রয়্যাল চ্যালেঞ্জার্সও বিধ্বংসী ছন্দে। বিরাট কোহলি ছন্দে। ফিল সল্টও মন্দ নয়। কিন্তু এ বার আলোচনায় আরসিবির মিডল অর্ডারও। প্রথম তিনেই ব্যাটিং শেষ হয়ে যাচ্ছে না। লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া এবং অবশ্যই জীতেশ শর্মা রয়েছেন।

আরসিবির কাছে প্রথম চ্যালেঞ্জ নিঃসন্দেহে মিচেল স্টার্ক। আইপিএলের গত মরসুমটা ঠিক যেখানে শেষ করেছিলেন, এ বারের শুরুটা যেন সেভাবেই। তিন ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। এক ম্যাচে ফাইফারও রয়েছে। আরসিবির দুই ওপেনার বিরাট কোহলি ও ফিল সল্ট শুরুতে স্টার্ককে সামলে নিতে পারলে ভালো ফল করা সম্ভব। আরসিবি বোলারদের কাছে চ্যালেঞ্জ লোকেশ রাহুল। এ মরসুমে দিল্লি ক্যাপিটালসে খেলছেন। দুর্দান্ত ছন্দে। বেঙ্গালুরু তাঁরও হোমগ্রাউন্ড। তেমনই আরসিবির প্রাক্তন ক্যাপ্টেন তথা দিল্লি ক্যাপিটালসের বর্তমান ভাইস ক্যাপ্টেন ফাফ ডুপ্লেসির কথাও ভুললে চলবে না। দু-দলের কম্বিনেশন না ভাঙার সম্ভাবনাই বেশি। তবে দিল্লি ক্য়াপিটালসে ফাফ ডুপ্লেসি ফিরলে কম্বিনেশন বদল হবেই। সেক্ষেত্রে রাহুল ওপেন করবেন কি না, ধোঁয়াশা থাকছে।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্ভাব্য দ্বাদশ: বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল, সূয়াশ শর্মা/রশিক সালাম

দিল্লি ক্যাপিটালস সম্ভাব্য দ্বাদশ: ফাফ ডুপ্লেসি/সমীর রিজভি, জ্যাক ফ্রেজার ম্যাকগুরুক, অভিষেক পোড়েল, লোকেশ রাহুল, ত্রিস্তান স্টাবস, অক্ষর প্যাটেল, বিপরাজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমার, মোহিত শর্মা/টি নটরাজন, আশুতোষ শর্মা