
টি-টোয়েন্টিতে টেস্টের আবহ? চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ এমন মুহূর্ত দেখা যেতেই পারে। বিরতির পর কাল ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার। এখনও ১৭টি ম্যাচ বাকি। কাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। লিগ পর্বে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। রুদ্ধশ্বাস লড়াইয়ে চেন্নাই সুপার কিংসের কাছে হার। অঙ্কের নিরিখে প্লে-অফের দৌড়ে থাকলেও বাস্তবে নেই বললেই চলে। অন্যদিকে, ঘরের মাঠ চিন্নাস্বামীতে আজ কেকেআরকে হারাতে পারলে সরকারি ভাবে প্লে-অফ নিশ্চিত আরসিবির। মাঝে বদলে গিয়েছে অনেক কিছু। রোহিত শর্মার পর টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বিরাট কোহলিও। বেঙ্গালুরু তাঁর কাছে নিজের শহর। বিরাটের জন্য নানা চমক থাকতে পারে। যদিও বড় চিন্তা বৃষ্টি। TV9Bangla এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন RCB vs KKR আইপিএলের এর প্রত্যাবর্তন ম্যাচ।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি কবে হবে?
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি (১৭ মে) আগামিকাল, শনিবার হবে।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি কোথায় হবে?
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি শুরু হবে সন্ধে ৭টা ৩০ মিনিট নাগাদ। ম্যাচের আগে টস হবে সন্ধে ৭ টায়।
কোথায় দেখা যাবে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের টেলিকাস্ট ও লাইভ স্ট্রিমিং?
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচটির লাইভ ব্রডকাস্ট (Live streaming) টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিওহটস্টার অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। এ ছাড়াও বাংলায় ম্যাচের লাইভ আপডেট পাবেন TV9 Bangla-র লাইভ ব্লগে।