RCB vs PBKS Playing XI IPL 2025: যুজি জুজু! ঘরের মাঠে হারের হ্যাটট্রিক আটকানোর চ্যালেঞ্জ আরসিবির
RCB vs PBKS Preview: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি। যুজবেন্দ্র চাহালের আইপিএল কেরিয়ারের বেশির ভাগ সময় কেটেছে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুতেই। আজ আরও একবার প্রতিপক্ষ হিসেবে নামবেন আরসিবির বিরুদ্ধে।

চন্দ্রবিন্দুর সেই জনপ্রিয় গান বিরাট কোহলিরা নিঃসন্দেহে জানেন না। কিন্তু পরিস্থিতিটা যেন তেমনই। রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটাররা যেন এই প্রার্থনাই করছেন নিজেদের মতো করে। শুধু জুজুর পরিবর্তে ওয়ার্ডটা যুজি হবে। কিন্তু বাকিটা অর্থাৎ, ‘আমাকে থাবা দিও না’…। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বাধিক উইকেট শিকারি। যুজবেন্দ্র চাহালের আইপিএল কেরিয়ারের বেশির ভাগ সময় কেটেছে রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুতেই। আজ আরও একবার প্রতিপক্ষ হিসেবে নামবেন আরসিবির বিরুদ্ধে।
গত মরসুমে রাজস্থান রয়্যালসে ছিলেন। মেগা অকশনে তাঁকে নিয়েছে পঞ্জাব কিংস। মরসুমের শুরু থেকে হতাশ করছিলেন অভিজ্ঞ লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। কিন্তু দুর্দান্ত প্রত্য়াবর্তন করেছেন। মাত্র ১১১ রানের পুঁজি নিয়ে রেকর্ড জয় ছিনিয়ে পঞ্জাব। তার অন্যতম কারণ, প্রথম তিন ওভারের স্পেলে ১২ রান দিয়ে ৪ উইকেট নিয়ে কেকেআর মিডল অর্ডারে বিপর্যয় এনেছিলেন চাহালই। এমন দুরন্ত ফর্মে থাকা চাহালকে যে সমঝে চলতে হবে, এ আর নতুন কী!
বোলিংয়ে শুধু চাহালই নন, একঝাঁক বিকল্প রয়েছে পঞ্জাব কিংসে। ব্যাটিংয়েও তাদের বিকল্প কম নয়। গত ম্যাচটা ব্যাটারদের জন্য খারাপ হলেও বোলাররা সামলে দিয়েছেন। পঞ্জাবের দুই ওপেনার যেমন ছন্দে, তেমনই লোয়ার মিডল অর্ডারে একঝাঁক অপশন। নেহাল ওয়াদেরা, শশাঙ্ক সিংরাও ছন্দে। রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু ঘরের মাঠে নামলেও তাদের উপরই যেন বাড়তি চাপ। এ মরসুমের পরিসংখ্যানও তেমনই। আরসিবি সব কটি অ্যাওয়ে ম্যাচ জিতেছে। কিন্তু ঘরের মাঠে দুটি খেলে দুটিতেই হার। আজ হ্যাটট্রিক আটকানোর চ্যালেঞ্জ। কী হতে পারে কম্বিনেশন?
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য দ্বাদশ: ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন, জীতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল, সূয়াশ শর্মা/মোহিত রাঠি
পঞ্জাব কিংসের সম্ভাব্য দ্বাদশ: প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার, জশ ইংলিশ, নেহাল ওয়াদেরা, গ্লেন ম্যাক্সওয়েল/মার্কাস স্টইনিস, শশাঙ্ক সিং, মার্কো জানসেন, যুজবেন্দ্র চাহাল, জেভিয়ার বার্টলেট, অর্শদীপ সিং, সূর্যাংশ শেড়গে
