IPL 2025, Rishabh Pant: ধোনি ভাই বলেছে… ম্যাচ জিতে উঠে পন্থের মুখে হঠাৎ মাহির কথা

Sunrisers Hyderabad vs Lucknow Super Giants: ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জয়। স্বাভাবিক ভাবেই ফ্র্যাঞ্চাইজির নতুন ক্যাপ্টেন পন্থকে অনেকটাই স্বস্তি দিয়েছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পন্থ ভাগ করে নিয়েছেন, ধোনি তাঁকে কী ভাবে সব সময় উজ্জীবিত করতেন।

IPL 2025, Rishabh Pant: ধোনি ভাই বলেছে... ম্যাচ জিতে উঠে পন্থের মুখে হঠাৎ মাহির কথা
Image Credit source: BCCI

Mar 28, 2025 | 4:26 PM

কলকাতা: ম্যাচ জিতে উঠে ঋষভ পন্থের মুখে নিজের মেন্টর মহেন্দ্র সিং ধোনির নাম। মাহিই যে ঋষভের আইডল তা ভারতীয় ক্রিকেট মহলে নতুন কোনও তথ্য নয়। সানরাইজার্স হায়দরাবাদকে তাদেরই ঘরের মাঠে হারিয়েছে লখনউ সুপার জায়ান্টস। প্রথম ম্য়াচে বিপুল রান তুলেও দিল্লির কাছে হারতে হয়েছিল। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জয়। স্বাভাবিক ভাবেই ফ্র্যাঞ্চাইজির নতুন ক্যাপ্টেন পন্থকে অনেকটাই স্বস্তি দিয়েছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পন্থ ভাগ করে নিয়েছেন, ধোনি তাঁকে কী ভাবে সব সময় উজ্জীবিত করতেন।

ম্যাচ শেষে পন্থ বলেন, “আমার মেন্টর ধোনি ভাই আমাকে সব সময় বলে, তোমার হাতে যা নেই তা নিয়ে ভেবোই না। যা তোমার হাতে আছে , তাতেই মনোসংযোগ করো। এই ম্যাচে আমার জিতেছি ঠিকই, কিন্তু আমাদের এখনও সেরা দেওয়া বাকি। আমার দলের দুই বোলার প্রিন্স ও শার্দুল ঠাকুর যে ভাবে বল করছে, তা দেখে আমি খুশি।” একই সঙ্গে তিনি জুড়েছেন, “আমি চাই দলের প্লেয়ারদের পূর্ণ স্বাধীনতা দিতে। তাতে ওরা ভালো পারফর্ম করবে। দলের ব্যাটসম্যানরা ভালো করার চেষ্টা করছে। তবে এটা আমাদের সেরা পারফরম্যান্স নয়। তবে দল জিতেছে তাতে আমি খুশি।”

বৃহস্পতিবার হায়দরাবাদে টস জিতে ফিল্ডিং করতে নেমে ভালো বল করেন লখনউয়ের বোলাররা। শার্দূল ঠাকুর দুরন্ত বোলিং উপহার দেন। ৩৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন মুম্বইকর। বাকি বোলাররা একটি করে উইকেট নেন। ভালো বোলিংয়ের সুবাদে হায়দারাবাদ ১৯০ রানে ৯ উইকেট হারিয়ে নিজেদের ইনিংস শেষ করে। তার জবাবে ব্যাট করতে নেমে অসাধারণ লখনউয়ের টপ অর্ডার ব্যাটাররা। অজি তারকা প্লেয়ার মিচেল মার্শ দুরন্ত একটি ৫২ রানের ইনিংস খেলেন এবং ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরান ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান। মাত্র ২৬ বলে ৭০ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তার মধ্যে ৬টি ছয় এবং ৬টি চার। এর সুবাধে ম্যাচে জয় তুলে নিতে অসুবিধা হয়নি সঞ্জীব গোয়েঙ্কার দলকে।