
কলকাতা: সুপার সানডে এ বার হবে জমজমাট। রয়েছে সেদিন আইপিএলে (IPL) জোড়া ম্যাচ। প্রথমত, দিনের প্রথম ম্যাচে রবি-বিকেলে লড়াই হবে অক্ষর প্যাটেলের দিল্লি ক্যাপিটালস এবং প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদের। তারপর দিনের দ্বিতীয় ম্যাচে সম্মুখসমরে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস। দুটো টিম এই ম্যাচে নামার আগে হারের যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে। তার মধ্যে রাজস্থানের কষ্ট বেশি। কারণ, জোড়া ম্যাচ হেরেছেন রিয়ান পরাগরা। ফলে হারের হ্যাটট্রিক আটকানোই লক্ষ্য গোলাপি শহরের টিমের। অপরদিকে চেন্নাই সুপার কিংস মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে সফর শুরু করেছিল। এরপর চিপকে আরসিবির কাছে হারতে হয়েছিল ধোনিদের। এ বার অ্যাওয়ে ম্যাচে ঋতুরাজরা চাইবেন ২ পয়েন্ট তুলে ফের জয়ের পথে ফিরতে। TV9Bangla এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন RR vs CSK ম্যাচ।
আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কবে হবে?
আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি (৩০ মার্চ) আগামিকাল, রবিবার হবে।
আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কোথায় হবে?
আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম হবে।
আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটি শুরু হবে সন্ধে ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে সন্ধে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
আইপিএলে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিওস্টার অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।