RR vs MI Playing XI IPL 2025: বিধ্বংসী মেজাজে মুম্বই, জয়পুরে বৈভব বনাম বুমরা! কম্বিনেশনে কী বদল হতে পারে?

RR vs MI Preview: গত ম্যাচে গুজরাট টাইটান্সের মতো ছন্দে থাকা দলের বিরুদ্ধে যা পারফরম্যান্স হয়েছে, তাতে আত্মবিশ্বাসে টগবগে হয়েই নামবে রাজস্থান রয়্যালস। অন্য দিকে, জয়পুর দখলে লক্ষ্য মুম্বই ইন্ডিয়ান্সের।

RR vs MI Playing XI IPL 2025: বিধ্বংসী মেজাজে মুম্বই, জয়পুরে বৈভব বনাম বুমরা! কম্বিনেশনে কী বদল হতে পারে?
Image Credit source: PTI

May 01, 2025 | 1:00 AM

শুরুটা হয়েছিল হতাশায়। এরপর টানা জয়। মুম্বই ইন্ডিয়ান্স বিধ্বংসী ছন্দে। অন্যদিকে, খাদের কিনারায় ছিল রাজস্থান রয়্যালস। কিন্তু গত ম্যাচে অবিশ্বাস্য় সব ঘটনা হয়েছে। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে আজকের ম্যাচও সমান গুরুত্বপূর্ণ রাজস্থান রয়্যালসের কাছে। তবে গত ম্যাচে গুজরাট টাইটান্সের মতো ছন্দে থাকা দলের বিরুদ্ধে যা পারফরম্যান্স হয়েছে, তাতে আত্মবিশ্বাসে টগবগে হয়েই নামবে রাজস্থান রয়্যালস। অন্য দিকে, জয়পুর দখলে লক্ষ্য মুম্বই ইন্ডিয়ান্সের।

জয়পুরে গত ম্যাচটিতে একাধিক চমক দেখা গিয়েছিল। মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী প্রথমে এ মরসুমের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ড গড়েন। সেখানেই শেষ নয়। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম প্লেয়ার, কনিষ্ঠতম সেঞ্চুরিয়ন। ৩৫ বলে সেঞ্চুরি। ভারতীয়দের মধ্যে এটিই দ্রুততম। সব মিলিয়ে স্বপ্নের জগতে বৈভব সূর্যবংশী। ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ, রশিদ খান, প্রসিধ কৃষ্ণার মতো বোলারদের বিরুদ্ধে একের পর এক বাউন্ডারি-ওভার বাউন্ডারি। আজ তাঁর সামনে কিংবদন্তি জসপ্রীত বুমরা। তিন ফরম্যাট মিলিয়েই বর্তমানে বিশ্বের সেরা পেসার।

বৈভবের পাশাপাশি গত ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন যশস্বী জয়সওয়ালও। আইপিএলে তাঁর দুটো সেঞ্চুরি রয়েছে। মজার বিষয়, দুটো সেঞ্চুরিই করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই। আজ কি আরও একটা চোখ ধাঁধানো ইনিংস দেখা যাবে? অসম্ভব নয়। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং লাইন আপে শুধু বুমরা নন। রয়েছেন রাজস্থান রয়্যালসের প্রাক্তনী ট্রেন্ট বোল্ট, এ ছাড়াও ভুললে চলবে না দীপক চাহারের কথা। আর ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া প্রতি ম্যাচেই অবদান রাখছেন। স্পিন বোলিংয়েও বিকল্প কম নেই মুম্বইয়ের। সব মিলিয়ে একটা কাঁটে কা টক্করের প্রত্যাশা। আসল আকর্ষণ কিন্তু বৈভব কী ভাবে বুমরাকে সামলান, সে দিকেই। শুধু তাই নয়, এই ম্যাচ হারলে রাজস্থান রয়্যালসেরও কিন্তু বিদায় হয়ে যাবে প্লে-অফের দৌড় থেকে।

রাজস্থান রয়্যালসের নিয়মিত ক্যাপ্টেন সঞ্জু এখনও ফিট নন। তার উপর তাঁকে ছাড়াই গত ম্যাচে অবিশ্বাস্য পারফরম্যান্স। বলা যায়, দু-দলের কম্বিনেশনেই বদলের সম্ভাবনা নেই বললেই চলে।

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য দ্বাদশ: বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, নীতীশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, শুভম দুবে, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মহেশ থিকসানা, সন্দীপ শর্মা, যুধবীর সিং।

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দ্বাদশ: রোহিত শর্মা, রায়ান রিকলটন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, উইল জ্যাকস, হার্দিক পান্ডিয়া, নমন ধির, করবিন বশ/মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, করণ শর্মা