IPL 2025, Shah Rukh Khan: IPL-এ ইডেনের নাইট শো-তে ‘ঝুমেগা পাঠান’, মিলেছে সবুজ সংকেত

IPL 2025: অপেক্ষার আর মাত্র কয়েকটা ঘণ্টা। কিছুক্ষণ পর তিলোত্তমা মেতে উঠবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে।

IPL 2025, Shah Rukh Khan: IPL-এ ইডেনের নাইট শো-তে ঝুমেগা পাঠান, মিলেছে সবুজ সংকেত
ইডেনের নাইট শো-তে 'ঝুমেগা পাঠান' Image Credit source: IPL Website

Mar 22, 2025 | 7:43 PM

কলকাতা: ঝুমে জো পাঠান, মেরি জান… এই গানে মঞ্চ মাতাবেন শাহরুখ খান (Shah Rukh Khan)? ১০০ শতাংশ সম্ভবনা রয়েছে। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আর কয়েক ঘণ্টা পর আইপিএলের (IPL) বোধন। সেখানে আইপিএলের (IPL) উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন কিং খান। বাদশা নিজের এক্স হ্যান্ডেলে আজ দুপুরে একটি পোস্ট করেছেন। যা পরিষ্কার বলছে, শনি-সন্ধেয় মহানগরীকে মায়ার জালে জড়িয়ে ফেলতে তৈরি শাহরুখ খান।

শাহরুখ খান এক্সে লিখেছেন, “পার্টি পাঠানের ঘরে রাখলে, অতিথিদের আপ্য়ায়নে পাঠান নিজে আসবে। আর পটাকাও আনবে। আজ সন্ধে ৬টায় দেখুন আইপিএলের মেগা সেলিব্রেশন।” ওই বার্তার সঙ্গে শাহরুখ ট্যাগ করেছেন বিসিসিআই, আইপিএল ও জিওহটস্টারকে।

আইপিএলের এক্স হ্যান্ডেলেও সরকারি ঘোষণা হয়েছে যে, শনিবার সন্ধে ৬টায় ইডেন গার্ডেন্সে সকলের মন জয় করে নিতে হাজির থাকবেন শাহরুখ খান। ১৮তম আইপিএলের জন্য গ্র্যান্ড সেলিব্রেশন যে অপেক্ষা করছে, তা বলার অপেক্ষা রাখে না।

এ বারের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খান মধ্যমণি হয়ে থাকবেন। সুরের জাদু ছড়িয়ে দেবেন শ্রেয়া ঘোষাল। নাচের তালে সকলকে দিশেহারা করবেন দিশা পাটানি। তাঁদের পাশাপাশি করণ অউজলাও পারফর্ম করবেন।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।