AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahrukh Khan: নতুন ভূমিকা কতটা উপভোগ করছেন? শাহরুখ খান যা বলছেন…

IPL 2025, LSG vs GT: আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট, লোয়ার অর্ডারে ক্যামিও ইনিংস এবং ফিনিশারের ভূমিকাতেই তাঁকে দেখা যায়। নতুন ভূমিকা কতটা উপভোগ করছেন? লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে যা বলছেন শাহরুখ।

Shahrukh Khan: নতুন ভূমিকা কতটা উপভোগ করছেন? শাহরুখ খান যা বলছেন...
Image Credit: BCCI
| Updated on: Apr 12, 2025 | 3:38 AM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন মরসুমে ভালো ছন্দে গুজরাট টাইটান্স। যদিও তাদের টপ অর্ডার নির্ভরতা নিয়ে সমালোচনাও। মিডল অর্ডার চাপ নিতে পারবে না, এমনটাই বলা হয়ে থাকে। গত ম্যাচে অবশ্য সেই জায়গা থেকে কিছুটা হলেও বেরোতে পেরেছে টাইটান্স। চার নম্বরে নামানো হয় শাহরুখ খানকে। আইপিএল হোক বা ঘরোয়া ক্রিকেট, লোয়ার অর্ডারে ক্যামিও ইনিংস এবং ফিনিশারের ভূমিকাতেই তাঁকে দেখা যায়। নতুন ভূমিকা কতটা উপভোগ করছেন? লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে যা বলছেন শাহরুখ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মাত্র ছয় বার ব্য়াটিং অর্ডারে চারে নামার সুযোগ পেয়েছেন শাহরুখ। এর মধ্যে মাত্র তিনবার ২০ কিংবা তার বেশি ডেলিভারি খেলার সুযোগ পেয়েছেন। গত ম্যাচেই যেমন। রাজস্থানের বিরুদ্ধে চারে নেমেছিলেন। সে সময় গুজরাটের স্কোর ৯৪-২। ৪টি বাউন্ডারি ও ২টি ছয়, মাত্র ২০ বলে ৩৬ রান করেন তিনি।

লখনউ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে শাহরুখ খান বলেছেন, ‘আমাকে যখন গুজরাট টাইটান্স রিটেন করে, আমার ভূমিকা বেশ স্পষ্ট ছিল যে হয়তো ৪ কিংবা ৫ নম্বরেই নামব। কিছুক্ষেত্রে ডান হাতি-বাঁ হাতি কম্বিনেশনের বিষয়টিও ছিল। রাজস্থানের আগের ম্যাচেই সাই সুদর্শন দ্রুত আউট হয়েছিল। ফলে বাঁ হাতি ব্যাটার রাদারফোর্ডকে নামানো হয়েছিল। এ ভাবেই কম্বিনেশন সেট নয়। গত ম্যাচে ৪ নম্বরে ব্যাটিং উপভোগ করেছি। ব্যাটিংয়ে নেমে কিছুটা সময় পাওয়া যায়।’

টপ অর্ডার ভালো পারফর্ম করায় সেই অর্থে খুব বেশি ডেলিভারি সামলানোর সুযোগ পাননি। তবে নিজেকে এভাবেই প্রস্তুত রেখেছেন। টপ অর্ডার বিপর্যয় হলেও মিডল অর্ডারে ভরসা দিতে আত্মবিশ্বাসী শাহরুখ খান।