IPL 2025, MI: আইপিএলে গলি ক্রিকেটের ফ্লেভার! কনফিউজ, ‘আনন্দ’ সূর্যকুমারদের
Rajasthan Royals-Mumbai Indians: বৈভব সূর্যবংশীর শতরান যাই বলা হোক না কেন। আবার মাঠে আঁকা বিজ্ঞাপনে ঈশান কিষাণের বল খুঁজে না পাওয়ার মতো মজার ঘটনাও রয়েছে। তেমনই অদ্ভুত, হাস্যকর ঘটনা মুম্বই ও রাজস্থান ম্যাচে। হারিয়ে গেল বল। বল খুঁজতে হয়রান প্লেয়াররাই।

কিছুক্ষণের জন্য যেন হারিয়ে গিয়েছিলেন ছেলেবেলায়। গলি ক্রিকেট খেলার সময় এমন ঘটনা তো হামেশাই ঘটত। হারিয়ে যেত বল। সকলে মিলে খোঁজার পালা। সেখানে তো আর বল বয় থাকে না। সূর্যকুমার যাদবরা যেন আইপিএলের মঞ্চে সেই স্বাদই পেলেন। রাজস্থান রয়্যালসের ঘরের মাঠে এমন মজার দৃশ্যই দেখা গেল। প্রতি মরসুমের মতো চলতি মরসুমেও আইপিএলে বেশ কিছু মজার ঘটনা ঘটছে। যা অবাক করেছে দর্শকদের। তা রোবো ডগ থেকে শুরু করে বিহারের ১৪ বছরের বিস্ময়বালক, বৈভব সূর্যবংশীর শতরান যাই বলা হোক না কেন। আবার মাঠে আঁকা বিজ্ঞাপনে ঈশান কিষাণের বল খুঁজে না পাওয়ার মতো মজার ঘটনাও রয়েছে। তেমনই অদ্ভুত, হাস্যকর ঘটনা মুম্বই ও রাজস্থান ম্যাচে। হারিয়ে গেল বল। বল খুঁজতে হয়রান প্লেয়াররাই।
জয়পুরে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্য়ালস। টস হেরে প্রথমে ব্য়াট করতে নেমে রাজস্থানকে ২১৮ রানের লক্ষ্য দেয় মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে মাত্র ১১৭ রানেই রাজস্থান রয়্যালস ইনিংস। আগের ম্যাচের হিরো বৈভব সূর্যবংশী ২ বলে শূন্য় রানে আউট হয়ে ফিরে যান। ম্যাচে হেরে এবারের মরসুমের মতো আইপিএলে প্লে অফে যাওয়ার সম্ভাবনা শেষ রাজস্থানের। অন্যদিকে জিতে আপাতত টেবলের শীর্ষে পৌঁছে মুম্বই।
মজার ঘটনাটি রাজস্থান রয়্যালসের রান তাড়ার সময়। ধ্রুব জুরেল ব্যাট করছিলেন। সেই সময় করণ শর্মার বলে ছয় মারেন ধ্রুব। এক্সট্রা কভারের উপর দিয়ে মারেন। ফ্ল্যাট সিক্সও বলা যায়। বলটি গিয়ে পড়ে ঠিক বিজ্ঞাপনী বিলবোর্ডের পিছনে ফটোগ্রাফার ও ক্যামেরাম্য়ানদের মাঝে। কিন্তু কোথায় বল? হারিয়ে গেল? হারানো বল খুঁজতে সূর্যকুমার, নমন ধির দৌড়ে যান। তাও খুঁজে পাওয়া গেল না বল।
যে কারণে দীর্ঘক্ষণ বন্ধ থাকে খেলা। শেষে আম্পায়াররা পরিবর্ত বল দিয়ে খেলা চালু করার সিদ্ধান্ত নেন। এই ঘটনায় হাসির রোল দর্শকদের মধ্যে। ধারাভাষ্যকাররাও হেসে খুন। তাঁদের একজনকে মজা করে এমনও বলতে শোনা গেল, ‘খুঁজলে হয়তো কারও না কারও পকেট থেকে পাওয়া যেতে পারে।’
POV: boys searching for the ball in gully cricket 🏐🔍
Watch the LIVE action ➡ https://t.co/QKBMQn9xdI #IPLonJioStar 👉 #RRvMI | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi, Star Sports 2, Star Sports 2 Hindi & JioHotstar! pic.twitter.com/i4ONYwDSzo
— Star Sports (@StarSportsIndia) May 1, 2025





