AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: ফাইনালে কী হবে! বিরাট কোহলিকে নিয়ে চিন্তায় আরসিবি সমর্থকরা…

IPL 2025 Final, Royal Challengers Bengaluru: প্রথম কোয়ালিফায়ারে বড় রান না পেলেও এ মরসুমেও আরসিবির সবচেয়ে ধারাবাহিক ব্যাটার বিরাট কোহলিই। ৬০০-র উপর রান করেছেন। ফাইনালেও ভরসা বিরাট। কিন্তু তাঁকে নিয়ে হঠাৎ কেন চিন্তায় আরসিবি সমর্থকরা!

Virat Kohli: ফাইনালে কী হবে! বিরাট কোহলিকে নিয়ে চিন্তায় আরসিবি সমর্থকরা...
Image Credit: PTI
| Updated on: May 31, 2025 | 5:47 PM
Share

দীর্ঘ ৯ বছর পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই নিয়ে চতুর্থ বার ফাইনালে। আগের তিন বার রানার্স হয়েই থাকতে হয়েছে। আইপিএলের ১৮তম সংস্করণে প্রথম ট্রফির খোঁজে আরসিবি। ৩ জুন আইপিএল ফাইনাল। তার আগে চিন্তায় আরসিবি সমর্থকরা! তাও আবার বিরাট কোহলিকে নিয়ে। প্রথম কোয়ালিফায়ারে বড় রান না পেলেও এ মরসুমেও আরসিবির সবচেয়ে ধারাবাহিক ব্যাটার বিরাট কোহলিই। ৬০০-র উপর রান করেছেন। ফাইনালেও ভরসা বিরাট। কিন্তু তাঁকে নিয়ে হঠাৎ কেন চিন্তায় আরসিবি সমর্থকরা!

আসলে আরসিবি সমর্থকরা একটি ভিডিয়ো নিয়ে এমন মজার আলোচনায় মেতে। ফুড ব্লগার প্রথম অরোরা একটি ভিডিয়ো শেয়ার করেছেন। ভুবনেশ্বরের অনন্ত বাসুদেব মন্দিরের একটি ক্লিপ। যেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি প্রসাদ বিতরণ করছেন। দেখতে একদম বিরাট কোহলির মতো। ভিডিয়োটি ইউটিউবে আপলোড হয়েছিল। এরপরই সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্সে একজন এই ভিডিয়ো শেয়ার করেন। তাতেই বিরাট কোহলির মতো দেখতে সেই ব্যক্তিকে নিয়ে আলোচনা শুরু।

এক্স হ্যান্ডলে যিনি ভিডিয়োটি শেয়ার করেছেন, তাতে ক্যাপশন দেওয়া-আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছি, এই ব্যক্তি বিরাট কোহলি নয়। সেখানেই নানা মজার মন্তব্য উড়ে আসে। কেউ লিখছেন, অবসরের পর বিরাট কোহলি পুরীতে! কেউ আবার প্রশ্ন করছেন, ‘তা হলে ফাইনাল ম্যাচে কী হবে?’। এমন নানা মজার মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া।