IPL: বেঙ্গল টি-টোয়েন্টি থেকে IPL! ফ্র্যাঞ্চাইজি স্কাউটরা কিন্তু মাঠে বসে নজর রাখছেন

CAB Bengal Pro T20 League: আইপিএলের গত সংস্করণ আরও একবার একটা বিষয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, দলে যতই ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটার থাকুক, ঘরোয়া ক্রিকেটাররা পারফর্ম করতে না পারলে টিম হিসেবে সাফল্য পাওয়া খুবই কঠিন। এর জলজ্যান্ত উদাহরণ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অতিরিক্ত বিদেশি তারকা নির্ভরতাতেই আইপিএলে একবারও ট্রফি আসেনি আরসিবি শিবিরে।

IPL: বেঙ্গল টি-টোয়েন্টি থেকে IPL! ফ্র্যাঞ্চাইজি স্কাউটরা কিন্তু মাঠে বসে নজর রাখছেন
Image Credit source: CAB
Follow Us:
| Updated on: Jun 18, 2024 | 7:38 PM

পরিকল্পনা ছিল দীর্ঘদিনের। অবশেষে এ বছর শুরু হয়েছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মতো বাংলা ক্রিকেট সংস্থার টুর্নামেন্ট। দেশের অন্যান্য বেশ কিছু রাজ্যেই এমন টুর্নামেন্ট রয়েছেন। এ বারও বাংলায়ও। টুর্নামেন্টে যেমন পরিচিত মুখের ক্রিকেটাররা নজর কাড়ছেন, তেমনই উঠে আসছে অনামী প্রতিভাও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরবর্তী মরসুমে রয়েছে মেগা অকশন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই নজর দিচ্ছে দেশের বিভিন্ন লিগে। তেমনই সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি, বিজয় হাজারে ট্রফিতেও আইপিএল ফ্র্যাঞ্চাইজির স্কাউটরা থাকেন। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগেও আইপিএলের স্কাউটরা রয়েছেন। যাঁরা মাঠে থেকে প্লেয়ারদের পারফরম্যান্সে নজর রাখছেন।

আইপিএলের গত সংস্করণ আরও একবার একটা বিষয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, দলে যতই ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটার থাকুক, ঘরোয়া ক্রিকেটাররা পারফর্ম করতে না পারলে টিম হিসেবে সাফল্য পাওয়া খুবই কঠিন। এর জলজ্যান্ত উদাহরণ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অতিরিক্ত তারকা নির্ভরতাতেই আইপিএলে একবারও ট্রফি আসেনি আরসিবি শিবিরে। বিরাট কোহলি ছাড়া এ বারও আরসিবির ঘরোয়া ক্রিকেটাররা ধারাবাহিক পারফর্ম করতে পারেননি।

বাংলা থেকে বেশ কয়েকজন ক্রিকেটার আইপিএলে খেলেন। তরুণদের মধ্যে বলতে গেলে, অভিষেক পোড়েল, মুকেশ কুমার, শাহবাজ আহমেদরা রয়েছেন। সেই সংখ্যাটা আগামী দিনে বাড়তেও পারে। বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ম্যাচ দেখতে ইডেনে হাজির পাঁচ বারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের স্কাউট তথা দেশের প্রাক্তন দুই ক্রিকেটার সৌরভ তিওয়ারি ও আরপি সিং। এ ছাড়াও পঞ্চাব কিংসের স্কাউট বিক্রম হস্তির। তাঁদের নজরে মূলত বাংলার তরুণ অলরাউন্ডার। টি-টোয়েন্টি ফরম্যাটে এখন আর স্পেশালিস্ট বলে কিছু ভাবা হয় না। বরং যত বেশি বৈচিত্র, গুরুত্ব তত বেশি। ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও নজর রাখছেন আইপিএল স্কাউটরা।