AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CSK vs SRH IPL Match Result: ধোনির স্পেশাল ম্যাচে লজ্জার হার, মন্দের ভালো বেবি এবি!

Chennai Super Kings vs Sunrisers Hyderabad Report: ঘরের মাঠে টস হেরেই অস্বস্তিতে পড়েছিল চেন্নাই সুপার কিংস। যা বজায় থাকল শেষ অবধি। চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। পয়েন্ট টেবলের নিরিখে ব্যাকবেঞ্চারের লড়াই। চিপকের মাঠে ৫ উইকেটে জিতে জয় সানরাইজার্স হায়দরাবাদের।

CSK vs SRH IPL Match Result: ধোনির স্পেশাল ম্যাচে লজ্জার হার, মন্দের ভালো বেবি এবি!
Image Credit: BCCI
| Updated on: Apr 25, 2025 | 11:58 PM
Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরও একটা অস্বস্তি। কেরিয়ারের ৪০০তম টি-টোয়েন্টি ম্যাচে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাইয়ের হোম গ্রাউন্ডে ম্যাচ। প্রত্যাশাও প্রচুর। যদিও ক্যাপ্টেন কুল-এর মাইলফলকের ম্যাচে ব্যাটিং পারফরম্যান্স হতাশার। ঘরের মাঠে টস হেরেই অস্বস্তিতে পড়েছিল চেন্নাই সুপার কিংস। যা বজায় থাকল শেষ অবধি। চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। পয়েন্ট টেবলের নিরিখে ব্যাকবেঞ্চারের লড়াই। চিপকের মাঠে ৫ উইকেটে জিতে জয় সানরাইজার্স হায়দরাবাদের।

টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন সানরাইজার্স হায়দরাবাদ ক্যাপ্টেন প্যাট কামিন্স। চেন্নাই জার্সিতে এ দিন অভিষেক হল বেবি এবি নামে পরিচিত ডিওয়াল্ড ব্রেভিসের। চেন্নাইয়ের শুরুটাই হয় হতাশার। ইনিংসের প্রথম ডেলিভারিতেই চেন্নাইয়ের তরুণ ওপেনার শেখ রশিদকে ফেরান মহম্মদ সামি। তিনে নামেন স্যাম কারান। পাওয়ার প্লে-তে স্যামের পর আয়ুষ মাহত্রের (৩০) উইকেট হারায় সিএসকে। চাপের শুরু সেখান থেকেই। ১৯.৫ ওভারে ১৫৪ রানে অলআউট চেন্নাই সুপার কিংস। মন্দের ভালো চেন্নাই জার্সিতে অভিষেক ম্যাচ খেলতে নামা ডিওয়াল্ড ব্রেভিস। মাত্র ২৫ বলে ৪২ রান করেন বেবি এবি।

চিপকের মাঠে ২০১৯-এর পর এই প্রথম অলআউট চেন্নাই সুপার কিংস। সানরাইজার্স বোলারদের মধ্যে হর্ষল প্যাটেল ৪ এবং প্যাট কামিন্স ও উনাদকাট দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট কামিন্দু মেন্ডিস ও সামির। মাইলফলকের ম্যাচে ধোনি করেন ৬ রান।

রান তাড়ায় সানরাইজার্সের শুরুটাও ভালো হয়নি। দ্বিতীয় ডেলিভারিতেই অভিষেক শর্মাকে ফেরান খলিল আহমেদ। ঈশান কিষাণকে দ্রুতই ফেরানোর সুযোগ এসেছিল। যদিও শর্ট থার্ডম্যানে তাঁর ক্যাচ পড়ে। ঈশানের ক্যাচ মিসের পরই ট্রাভিস হেডকে ফেরান অংশুল কম্বোজ। ঈশান ৪৪ রান করেন। বোর্ডে রান কম থাকায় বোলারদেরও তেমন কিছু করার ছিল না। তার উপর ফিল্ডিং সমস্যা এখনও কাটেনি চেন্নাইয়ের। এই প্রথম চিপকের মাঠে চেন্নাইকে হারাল সানরাইজার্স।