
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এ মরসুমে দুর্দান্ত পারফর্ম করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে সেটা শুধুমাত্র অ্যাওয়ে ম্যাচেই সীমাবদ্ধ ছিল। ঘরের মাঠে শেষ ম্যাচটি জিতে খরা কাটিয়েছিল আরসিবি। অ্যাওয়ে ম্যাচে অবশ্য একশো শতাংশ জয়ের ধারা বজায় রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেজমাস্টার বিরাট কোহলির সঙ্গে ম্যাচ জেতানো পার্টনারশিপ গড়লেন ক্রুনাল পান্ডিয়া। এ মরসুমে আধডজন হাফসেঞ্চুরি বিরাট কোহলির। দিল্লির বিরুদ্ধে তিনি অবশ্য অ্যাঙ্করের ভূমিকায়। দুর্দান্ত ইনিংসে ম্যাচ জেতালেন ক্রুনাল পান্ডিয়া। বিকেলে ভাই হার্দিক পান্ডিয়া জিতেছেন। রাতে দাদা ক্রুনাল পান্ডিয়াও জিতলেন।
ঘরের মাঠে দিল্লির কাছে হেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বদলার ম্যাচে টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আরসিবি ক্যাপ্টেন রজত পাতিদার। ক্যাপ্টেনের ভরসা ছিল, তাঁর টিমে লোকাল-ম্যান চেজমাস্টার রয়েছেন। সেটাই হল। ৬ উইকেটের বিশাল ব্যবধানে জিতে বদলা পূর্ণ করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
প্রথমে ব্যাট করে আরসিবিকে ১৬৩ রানের টার্গেট দেয় দিল্লি ক্যাপিটালস। তাদের ইনিংসে সর্বাধিক স্কোর লোকেশ রাহুলের ৪১ রান। হ্যাজলউড ও ভুবনেশ্বর কুমার অনবদ্য বোলিং করেন। রান তাড়ায় সাময়িক চাপে পড়েছিল আরসিবি। ২৬ রানের মধ্যেই ৩ উইকেট। কিন্তু বিরাট কোহলি একদিকে থাকায় কোনও সমস্যা হতে দেয়নি। ক্রুনাল পান্ডিয়া ৯ বছর পর আইপিএলে হাফসেঞ্চুরি করলেন। ৪৭ বলে ৭৩ রানের ম্যাচ জেতানো ইনিংস ক্রুনালের।
অ্যাওয়ে ম্যাচে ছয়ে ছয়। ঘরের মাঠে গত ম্যাচে জয়। সব মিলিয়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর একটা ম্যাচ জিতলে প্লে-অফ কার্যত নিশ্চিত হয়ে যাবে, বলাই যায়।