AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SRH vs DC IPL Match Result: বৃষ্টি ছিটকে দিল সানরাইজার্সকে, ডেঞ্জার জোনে দিল্লি ক্যাপিটালসও

Sunrisers Hyderabad vs Delhi Capitals Report: বৃষ্টি বাধা হয়ে দাঁড়াল। দুর্দান্ত পারফরম্যান্সের পরও ২ পয়েন্ট ঘরে তোলা হল না। বৃষ্টিতে সানরাইজার্সের রান তাড়া শুরুই করা যায়নি। যে কারণে প্লে-অফের দৌড় থেকে বাইরে সানরাইজার্স। কোনও অঙ্কেই আর তাদের প্লে-অফ সম্ভব নয়।

SRH vs DC IPL Match Result: বৃষ্টি ছিটকে দিল সানরাইজার্সকে, ডেঞ্জার জোনে দিল্লি ক্যাপিটালসও
Image Credit: BCCI
| Updated on: May 05, 2025 | 11:37 PM
Share

চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসের পর সানরাইজার্স হায়দরাবাদ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল গত বারের রানার্স। এদিন কার্যত এলিমিনেশন রাউন্ড খেলতে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে দিল্লি ক্য়াপিটালসকে হারাতে পারলে সাময়িক ভাবে টুর্নামেন্টে টিকে থাকত প্যাট কামিন্সের টিম। কিন্তু বৃষ্টি বাধা হয়ে দাঁড়াল। দুর্দান্ত পারফরম্যান্সের পরও ২ পয়েন্ট ঘরে তোলা হল না। বৃষ্টিতে সানরাইজার্সের রান তাড়া শুরুই করা যায়নি। যে কারণে প্লে-অফের দৌড় থেকে বাইরে সানরাইজার্স। কোনও অঙ্কেই আর তাদের প্লে-অফ সম্ভব নয়।

পয়েন্ট ভাগাভাগির কারণে সানরাইজার্সের ঝুলিতে রয়েছে ৭ পয়েন্ট। তিন ম্যাচ বাকি রয়েছে তাদের। জয়ের হ্যাটট্রিক করলে সর্বাধিক ১৩ পয়েন্ট অবধি পৌঁছতে পারবে। ইতিমধ্যেই চারটি দল ১৪ পয়েন্টের বেশি রয়েছে। ফলে কোনও অঙ্কেই আর সানরাইজার্সের পক্ষে সম্ভব নয়। আজকের ম্যাচ জিতলেও যে প্লে-অফের সম্ভাবনা খুব ভালো থাকত তা নয়। তবে একটা ক্ষীণ হলেও সুযোগ থাকত।

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঘরের মাঠে দুর্দান্ত শুরুও করেছিল সানরাইজার্স। টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স ক্যাপ্টেন প্যাট কামিন্স। তিনি নিজে দুর্দান্ত বোলিং করেন। সঙ্গ দেন বাকি পেসাররা। মাত্র ২৯ রানের মধ্যেই দিল্লির পাঁচ ব্যাটার আউট। সেখান থেকে কিছুটা ভরসা দেন ত্রিস্তান স্টাবস, আশুতোষ শর্মা। দু-জনেই করেন ৪১ রান। শেষ অবধি ৭ উইকেটে মাত্র ১৩৩ রান তোলে দিল্লি ক্যাপিটালস।

ক্রিকেট যতই অনিশ্চয়তার খেলা হোক, এই টার্গেটটা হয়তো সহজেই পূরণ করতে পারত সানরাইজার্স। যদিও দিল্লি ইনিংস শেষেই বৃষ্টি শুরু। দীর্ঘ সময় অপেক্ষার পর বৃষ্টি থামলেও মাঠ রেডি করা যায়নি। দিল্লির জন্যও এই রেজাল্ট হতাশার। তাদের ঝুলিতে ১৩ পয়েন্ট। এখান থেকে পয়েন্ট নষ্ট বা হার মানে সমস্যা তৈরি হতে পারে।