কলকাতা: আইপিএল (IPL) সাবালক হতেই বেশ চমক দেখা যাচ্ছে। শনিবার ক্রিকেটের নন্দনকাননে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। কিং খান নিজে ছিলেন সেই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে। টুর্নামেন্টের গুরুত্ব, ঐতিহ্য ও সাফল্য নিয়ে নানা কথা শোনা গিয়েছে বাদশার গলায়। তিনি আইপিএলের শুভ সূচনার পর সুরের জাদু ছড়িয়ে একাধিক সুন্দর গান উপহার দিয়েছেন শ্রেয়া ঘোষাল। এরপর তরুণ প্রজন্মের মনে দোলা দিতে অসাধারণ পারফর্ম করেন বলি ডিভা দিশা পাটানি। চমক সেখানেই শেষ ছিল না। কারণ, এরপর করণ অউজলার একের পর এক ব়্যাপ। নিশ্চিতভাবে ছিল তাঁর জনপ্রিয় গান ‘হুসন তেরা তওবা তওবা।’ ইডেন গার্ডেন্সে ওপেনিং সেরেমনির শো এখানেই শেষ হয়নি। ম্যাচ শুরু হওয়ার আগে মঞ্চে বিরাট কোহলি ও রিঙ্কু সিংকে ডেকে তাঁদের সঙ্গে নাচ করেন শাখরুখ খান। এ যেন ছিল সোনায় সোহাগা আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। গ্র্যান্ড ওপেনিং হওয়ার পরও অবশ্য ওপেনিং সেরেমনি শেষ হয়নি। শুনে অবাক লাগতে পারে। কিন্তু এটাই সত্যি।
বিষয়টা পরিষ্কার করা যাক। এ বারের আইপিএলের ওপেনিং সেরেমনির পালা একদিনে শেষ হচ্ছে না। বোর্ডের তরফে জানানো হয়েছে ২৩ মার্চ সন্ধে ৬.৩০ মিনিট নাগাদ হবে ওপেনিং সেরেমনি। যাকে এ বার আইপিএল-১৮-র মেগা সেলিব্রেশন হিসেবে বলা হচ্ছে। চিপকে আজ রাতে পারফর্ম করবেন অনিরুদ্ধ রবিচন্দ্র। তিনি এক সঙ্গীতকার, সঙ্গীত নির্মাতা এবং গায়ক। তমিল ফিল্মের জন্য কাজ করেন। এ ছাড়া অনেক তেলুগু ফিল্মের জন্য সঙ্গীতও তৈরি করেছেন।
এখানেই শেষ হয়ে যাচ্ছে না ওপেনিং সেরেমনির চমক। কারণ, বোর্ডের এক্স হ্যান্ডেলে ঢুঁ মারলে দেখা যাচ্ছে, সেখানে জানানো হয়েছে যে, ২৪ মার্চ বিশাখাপত্তনমে সন্ধে ৬.৩০ মিনিটে পারফর্ম করবেন ভারতীয় গায়িকা নীতি মোহন। সেখানে অবশ্য তিনি একা নন, তাঁর পাশাপাশি পারফর্ম করবেন সিদ্ধার্থ মহাদেবন। এই তথ্য দেখে ক্রিকেট মহলে আলোচনা চলছে যে, হয়তো এ বারের আইপিএলে অঞ্চলভেদে এবং হাই-ভোল্টেজ ম্যাচ গুলিতে বা নির্বাচিত কিছু ম্যাচের আগে এমন সেলিব্রেশন দেখা যাবে।
আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।