IPL 2022 Points Table: কেকেআর বনাম পঞ্জাব ম্যাচের আগে দেখে নিন আইপিএলের পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়
আজ, শুক্রবার রয়েছে কেকেআর বনাম পঞ্জাব ম্যাচ। সেই ম্যাচের আগে জেনে নেওয়া যাক এই ৭টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল...
কলকাতা: আজ, শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings)। বৃহস্পতিবার রাতে আইপিএলের সপ্তম ম্যাচে ব্র্যাবোর্নে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচে ৬ উইকেটে জিতেছেন ক্রুণাল পান্ডিয়ারা। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত মোট ৭টি ম্যাচ হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ক্রিকেটপ্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (Points Table) দিকে। লিগ টেবলের প্রথম চারটি দল টুর্নামেন্টের প্লে অফে খেলার সুযোগ পায়। তার পর সেখান থেকে কোয়ালিফায়ার পর্ব ও এলিমিনেটর পর্ব হয়। সব থেকে শেষে হয় ফাইনাল। প্রত্যেক ম্যাচে বিজয়ী দল পায় ২ পয়েন্ট। আর কোনও ফলাফল না হলে ১ পয়েন্ট। ম্যাচ টাই হলে সেক্ষেত্রে ‘সুপার ওভার’ হয়।
আজ, শুক্রবার রয়েছে কেকেআর বনাম পঞ্জাব ম্যাচ। সেই ম্যাচের আগে জেনে নেওয়া যাক এই ৭টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল…
১. এখনও অবধি আইপিএলের যে ৭টি ম্যাচ হয়েছে তার পর পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। রাজস্থানের নেট রান রেট +৩.০৫০। রাজস্থান একটি ম্যাচে খেলেছে। এবং তাতে জিতেছে।
২. লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট +০.৯১৪। দিল্লিও এখনও অবধি ১টি ম্যাচে খেলেছে, সেটিতেই জিতেছে।
৩. তিন নম্বরে রয়েছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। প্রীতির পঞ্জাবের নেট রান রেট +০.৬৯৭। পঞ্জাবও ১টি ম্যাচে খেলে তাতে জিতেছে।
৪. পয়েন্ট টেবলের চতুর্থ স্থানে রয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। গুজরাতের নেট রান রেট +০.২৮৬। গুজরাতও এখনও অবধি ১টি ম্যাচে খেলেছে। তাতে ২পয়েন্ট পেয়েছেন হার্দিকরা।
৫. লিগ টেবলের পাঁচ নম্বরে রয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। কিং খানের কেকেআরের নেট রান রেট +০.০৯৩। এখনও অবধি ২টি ম্যাচে খেলেছে নাইটরা। তার মধ্যে ১টিতে জয় ও ১টিতে হার জুটেছে কেকেআরের কপালে।
৬. পয়েন্ট টেবলের ছয় নম্বরে রয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট -০.০১১। এখনও অবধি লখনউ ২টি ম্যাচে খেলেছে। তাতে একটিতে জিতেছেন ক্রুণালরা। এবং ১টি ম্যাচে হেরেছে লখনউ।
৭. লিগ টেবলের সাত নম্বরে রয়েছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.০৪৮। এখনও অবধি আইপিএলের ২টি ম্যাচে খেলেছে আরিসিবি। তাতে ১টি ম্যাচে জয় ও ১টি ম্যাচে হার জুটেছে বিরাটদের কপালে।
৮. আট নম্বরে রয়েছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস। সিএসকের নেট রান রেট -০.৫২৮। চেন্নাই ২টি ম্যাচে খেলেছে। এবং দুটিতেই হারতে হয়েছে মাহিদের।
৯. পয়েন্ট টেবলের নয় নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের নেট রান রেট -০.৯১৪।
১০. এই মুহূর্তে লিগ টেবলের সবথেকে শেষে রয়েছে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের নেট রান রেট -৩.০৫০।