IPL 2022 KKR vs PBKS Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচ

আজ, শুক্রবার আইপিএল-১৫-র সপ্তম দিন। চলতি আইপিএলের (IPL 2022) আট নম্বর ম্যাচে মুখোমুখি হতে চলেছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings)।

IPL 2022 KKR vs PBKS Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচ
কেকেআর বনাম পঞ্জাব কিংস
Follow Us:
| Edited By: | Updated on: Apr 01, 2022 | 4:01 PM

মুম্বই: আজ, শুক্রবার আইপিএল-১৫-র সপ্তম দিন। চলতি আইপিএলের (IPL 2022) আট নম্বর ম্যাচে মুখোমুখি হতে চলেছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস (Punjab Kings)। দুই দলই জয় দিয়ে আইপিএল যাত্রা শুরু করেছে। তবে বুধবার ফাফ দু’প্লেসির আরসিবিরা কাছে হেরেছেন শ্রেয়সরা। আর হেভিওয়েট আরসিবিকে হারিয়েই ট্রফির লড়াই শুরু করেছে প্রীতির দল। একদিকে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন মায়াঙ্করা। অন্যদিকে হার ভুলে জয়ে ফেরার লক্ষ্যে নামবেন নাইটরা। ফলে বিশেষ নজর রাখতে হবে আজকের ম্যাচে।

আইপিএলের মঞ্চে এখনও পর্যন্ত ২৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে কলকাতা ও পঞ্জাব। যার মধ্যে ১৯ বার জিতেছে কেকেআর। আর ১০ বার জিতেছে পঞ্জাব।

কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কবে হবে?

কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচটি (১ এপ্রিল) আজ, শুক্রবার হবে।

কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কোথায় হবে?

কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে।

কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭.৩০ টায়। ম্যাচের আগে ৭ টায় টস হবে।

কোথায় দেখা যাবে কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। এ ছাড়া দর্শকরা জিও টিভি অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি আইপিএল ২০২২ এর প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

কেকেআর স্কোয়াড: আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, প্যাট কামিন্স, শিবম মাভি, শেল্ডন জ্যাকসন, অজিঙ্ক রাহানে, রিংকু সিং, রশিখ দার, বাবা ইন্দ্রজিৎ, চামিকা করুণারত্নে, অভিজিৎ তোমর, প্রথম সিং, অশোক শর্মা, স্যাম বিলিংস, অ্যারন ফিঞ্চ, টিম সাউদি, রমেশ কুমার, উমেশ যাদব, আমন খান।

পঞ্জাব কিংস স্কোয়াড: মায়াঙ্ক আগরওয়াল, অর্শদীপ সিং, লিয়াম লিভিংস্টোন, কাগিসো রাবাডা, শাহরুখ খান, শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, ওডেন স্মিথ, রাহুল চাহার, হরপ্রীত বরার, রাজ বাওয়া, বৈভব আরোরা, নাথান এলিস, প্রভসিমরন সিং, ভানুকা রাজাপক্ষ, ঋষি ধাওয়ান, সন্দীপ শর্মা, বেনি হাওয়েল, ঈশান পোড়েল, ঋত্বিক চট্টোপাধ্যায়, জীতেশ শর্মা, প্রেরক মাঁকড়, বলতেজ ধান্ডা, অংশ প্যাটেল ও অথর্ব তাইডে।

আরও পড়ুন: IPL 2022: হারের পর নাইট শিবিরের নতুন চিন্তা রাসেলের চোট

আরও পড়ুন: IPL 2022: অরেঞ্জ আর্মির উমরানের ওপর নজর রাখার পরামর্শ শাস্ত্রীর

আরও পড়ুন: IPL 2022: এ বার আইপিএলে বিরাট কোহলি বিপুল রান করবেন, কে করছেন এমন ভবিষ্যদ্বাণী?