IPL 2022 Points Table: জেনে নিন আইপিএলের পয়েন্ট টেবলে কোন দল কোথায় রয়েছে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 30, 2022 | 10:00 AM

আজ, বুধবার রয়েছে আরসিবি বনাম কেকেআর ম্যাচ। সেই ম্যাচের আগে জেনে নেওয়া যাক এখনও অবধি আইপিএল-২০২২ এ হওয়া ৫টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল...

IPL 2022 Points Table: জেনে নিন আইপিএলের পয়েন্ট টেবলে কোন দল কোথায় রয়েছে?
রাজস্থান রয়্যালস
Image Credit source: IPL Twitter

Follow Us

কলকাতা: করোনা আবহেই দেশের মাটিতে নির্বিঘ্নে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। দেশের মাঠে আইপিএল ফেরার সঙ্গেই গ্যালারিতে ফিরেছে দর্শকও। মঙ্গলবার আইপিএলের (IPL 2022) পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছিল কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। তাতে ৬১ রানে জিতেছে পিঙ্ক আর্মি। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত মোট ৫টি ম্যাচ হয়েছে। দশ দলের আইপিএল ২০২২-এ প্রতিটা দলই একটা করে ম্যাচে খেলে নিয়েছে। আজ, বুধবার রয়েছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন আইপিএলপ্রেমীরা বিশেষ নজর রাখে পয়েন্ট টেবলের (IPL Points Table) দিকে। লিগ টেবলের প্রথম চারটি দল টুর্নামেন্টের প্লে অফে খেলার সুযোগ পায়। তার পর সেখান থেকে কোয়ালিফায়ার পর্ব ও এলিমিনেটর পর্ব হয়। সব থেকে শেষে হয় ফাইনাল। প্রত্যেক ম্যাচে বিজয়ী দল পায় ২ পয়েন্ট। আর কোনও ফলাফল না হলে ১ পয়েন্ট। ম্যাচ টাই হলে সেক্ষেত্রে ‘সুপার ওভার’ হয়।

আজ, বুধবার রয়েছে আরসিবি বনাম কেকেআর ম্যাচ। সেই ম্যাচের আগে জেনে নেওয়া যাক এই ৫টি ম্যাচের নিরিখে পয়েন্ট টেবলের শীর্ষে রয়েছে কোন দল…

১. এখনও অবধি আইপিএলের যে ৫টি ম্যাচ হয়েছে তার পর পয়েন্ট টেবলের শীর্ষস্থানে রয়েছে সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। রাজস্থানের নেট রান রেট +৩.০৫০।

২. লিগ টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস। দিল্লির নেট রান রেট +০.৯১৪।

৩. তিন নম্বরে রয়েছে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংস। প্রীতির পঞ্জাবের নেট রান রেট +০.৬৯৭।

৪. পয়েন্ট টেবলের চতুর্থ স্থানে রয়েছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স। কিং খানের কেকেআরের নেট রান রেট +০.৬৩৯।

৫. লিগ টেবলের পাঁচ নম্বরে রয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স। গুজরাতের নেট রান রেট +০.২৮৬।

৬. পয়েন্ট টেবলের ছয় নম্বরে রয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের নেট রান রেট -০.২৮৬।

৭. লিগ টেবলের সাত নম্বরে রয়েছে রবীন্দ্র জাডেজার চেন্নাই সুপার কিংস। সিএসকের নেট রান রেট -০.৬৩৯।

৮. আট নম্বরে রয়েছে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আরসিবির নেট রান রেট -০.৬৯৭।

৯. পয়েন্ট টেবলের নয় নম্বরে রয়েছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বইয়ের নেট রান রেট -০.৯১৪।

১০. এই মুহূর্তে লিগ টেবলের লাস্ট বয় কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের নেট রান রেট -৩.০৫০।

আরও পড়ুন: IPL: পরের বছর থেকে কোথায় দেখা যাবে আইপিএল?

আরও পড়ুন: IPL 2022: নিরাপত্তার খরচ বকেয়া রেখেই চলছে আইপিএল

আরও পড়ুন: SRH vs RR, IPL 2022 Match 5 Result: মার্করাম-সুন্দরের লড়াই কাজে এল না, ৬১ রানে জয়ী সঞ্জুর রাজস্থান

Next Article