IPL: পরের বছর থেকে কোথায় দেখা যাবে আইপিএল?
প্রত্যেকটা টেলিকাস্ট রাইটসের জন্য আলাদা আলাদা টেন্ডার ডেকেছিল বোর্ড। আইপিএল গ্লোবাল রাইটস টেলিভিশন, আইপিএল ডিজিটাল রাইটস, রেস্ট অফ ওয়ার্ল্ড রাইটস (ব্রডকাস্ট/ডিজিটাল), টেলিভিশন রাইটস সাব-কন্টিনেন্ট, ডিজিটাল রাইটস সাব কন্টিনেন্ট- এই চারটে প্যাকেজের জন্যই আলাদা টেন্ডার ডেকেছিল বিসিসিআই।
মুম্বই: ২০২৩ সাল থেকে আইপিএল কোথায় দেখা যাবে? সম্প্রচারকারী সংস্থার সঙ্গে নতুন ভাবে চুক্তি করতে চলেছে বোর্ড। কয়েক দিন আগেই সেটার জন্য টেন্ডার ডেকেছিল বোর্ড। বেশ কয়েকটি সংস্থা আইপিএলের সম্প্রচারের জন্য আগ্রহ দেখিয়েছে। সেই সংস্থাগুলির পুরো তালিকা প্রকাশ করল বিসিসিআই। ২০২৩-২০২৭ চার বছরের জন্য আইপিএলের ম্যাচ দেখানোর স্বত্ব পাবে এই সংস্থা। ২৫ লাখ টাকার বিনিময়ে বিড পেপার তুলেছে প্রত্যেক সংস্থা। আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকেই মিডিয়া রাইটসের জন্য টেন্ডারদের বিডিং প্রক্রিয়া শুরু হয়। মিডিয়া রাইটসের জন্য বিভিন্ন প্রসেস রয়েছে। অর্থাৎ টেলিভিশন মিডিয়ার পাশাপাশি অনলাইনে খেলা দেখানোর জন্যও টেন্ডার ডাকে বোর্ড। বোর্ডের আশা ২০২৩-২০২৭ চার বছরের জন্য ১৬ হাজার কোটি টাকা লাভ করতে পারে। ২০১৮-২০২২ চার বছরের জন্য ১৬ হাজার কোটি টাকা ঢোকে বিসিসিআইয়ের ভান্ডারে।
প্রত্যেকটা টেলিকাস্ট রাইটসের জন্য আলাদা আলাদা টেন্ডার ডেকেছিল বোর্ড। আইপিএল গ্লোবাল রাইটস টেলিভিশন, আইপিএল ডিজিটাল রাইটস, রেস্ট অফ ওয়ার্ল্ড রাইটস (ব্রডকাস্ট/ডিজিটাল), টেলিভিশন রাইটস সাব-কন্টিনেন্ট, ডিজিটাল রাইটস সাব কন্টিনেন্ট- এই চারটে প্যাকেজের জন্যই আলাদা টেন্ডার ডেকেছিল বিসিসিআই।
১২ জুন ই-অকশনের মাধ্যমে জানা যাবে কোন কোন সংস্থা আইপিএলের মিডিয়া রাইটস পেল। ৪৫-৬০ দিনের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করে ফেলবে বিসিসিআই। বোর্ডের আশা ডিজিটাল মিডিয়া রাইটস থেকে আগের চেয়ে আরও বেশি টাকা কামাতে পারবে।
I’m pleased to announce that @BCCI has issued the tender document for @IPL media rights for seasons 2023-27. With 2 new teams, more matches, more engagement, more venues, we are looking to take #TataIPL to newer and greater heights.
— Jay Shah (@JayShah) March 29, 2022
বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আইপিএল গভর্নিং কাউন্সির বৈঠকের পর জানিয়েছিলেন, “আইপিএল জিসি (গভর্নিং কাউন্সিল) বৈঠকে প্রস্তাব পাস হয়েছে। বোর্ডের এজিএমে অনুমতি পাওয়া গেলেই আশা করছি আগামী বছর থেকে মেয়েদের আইপিএল শুরু করা সম্ভব হবে।” চলতি মরসুমে তিনটি দল নিয়ে প্রদর্শনী ম্যাচ আয়োজন করবে বোর্ড। যেমনটা হয়েছে গত কয়েক বছরে। জানিয়েছেন আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। “গ্রুপ পর্ব ও প্লে অফের মাঝে তিনটি দলকে (মেয়েদের দল) নিয়ে চারটি ম্যাচ হবে।” বোর্ডের এই সিদ্ধান্ত খুশি হবেন ভারতীয় মহিলা ক্রিকেটাররা। কারণ অনেকদিন থেকেই মিতালিরা দাবি জানিয়ে এসেছেন, ছেলেদের মতই মেয়েদের আইপিএল আয়োজন করুক বোর্ড। চলতি মরসুমে মেয়েদের বিগ ব্যাশ লিগে নজর কাড়া পারফরম্যান্স করেছেন স্মৃতি মন্ধানা, হরমনপ্রীত কউর। এভার দেশের মাঠে তেমন কৃতিত্ব অর্জন করার সুযোগ তাদের সামনে।
আরও পড়ুন: IPL 2022: কড়া সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই