SRH vs RR, IPL 2022 Match 5 Result: মার্করাম-সুন্দরের লড়াই কাজে এল না, ৬১ রানে জয়ী সঞ্জুর রাজস্থান

| Edited By: | Updated on: Mar 29, 2022 | 11:23 PM

Sunrisers Hyderabad vs Rajasthan Royals Live Score in Bangla: দেখুন সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) বনাম রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ম্যাচের পুঙ্খানুপুঙ্খ লাইভ আপডেট।

SRH vs RR, IPL 2022 Match 5 Result: মার্করাম-সুন্দরের লড়াই কাজে এল না, ৬১ রানে জয়ী সঞ্জুর রাজস্থান
পুনেতে মুখোমুখি উইলিয়ামসনের হায়দরাবাদ ও সঞ্জুর রাজস্থান

পুনে: আজ, আইপিএল-১৫-র (IPL 2022) চতুর্থ দিন। প্রথম তিন দিনে আইপিএলপ্রেমীরা দেখতে পেয়েছে আট দলের খেলা। পুনের মাঠে মঙ্গলবারের ম্যাচে মুখোমুখি কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। গত মরসুমটা দুই দলেরই ভালো কাটেনি। আইপিএলের উদ্বোধনীতে ২০০৮ সালে প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। আর হায়দরাবাদ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৬ সালে। তবে দুই দলই এখন বদলে গিয়েছে। নতুন প্লেয়ারদের নিলাম থেকে তুলে নিয়ে দল সাজিয়েছে অরেঞ্জ আর্মি ও গোলাপি শহরের দল। দলের খোলনলচে পাল্টে জয় দিয়ে আইপিএল যাত্রা শুরু করবে কারা, উইলিয়ামসনরা নাকি সঞ্জুরা সেদিকেই নজর আইপিএলপ্রেমীদের।

টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটের বিনিময়ে ২১০ রান তুলেছিল রাজস্থান রয়্যালস। ম্যাচ জিততে কেন উইলিয়ামসনের হায়দরাবাদকে তুলতে হত ২১১ রান।

শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে হায়দরাবাদ। এইডেন মার্করাম, ওয়াশিংটন সুন্দর ও রোমারিও শেফার্ড ছাড়া কোনও ক্রিকেটারই হায়দরাবাদের হয়ে অবদান রাখতে পেরেছেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানে থেমে গেল কেন উইলিয়ামসনের দল। ৬১ রানে জয়ী সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।

Key Events

এক নজরে অরেঞ্জ আর্মির ইনিংস

শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে হায়দরাবাদ। এইডেন মার্করাম, ওয়াশিংটন সুন্দর ও রোমারিও শেফার্ড ছাড়া কোনও ক্রিকেটারই হায়দরাবাদের হয়ে অবদান রাখতে পেরেছেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানে থেমে গেল কেন উইলিয়ামসনের দল। ৬১ রানে জয়ী সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।

এক নজরে পিঙ্ক আর্মির ইনিংস

টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটের বিনিময়ে ২১০ রান তুলেছিল রাজস্থান রয়্যালস। পিঙ্ক আর্মির হয়ে সর্বোচ্চ রান করেন ক্যাপ্টেন সঞ্জু স্যামসন (৫৫)।

LIVE Cricket Score & Updates

The liveblog has ended.
  • 29 Mar 2022 11:14 PM (IST)

    ৬১ রানে জয়ী রাজস্থান রয়্যালস

    নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রানে থেমে গেল কেন উইলিয়ামসনের দল। ৬১ রানে জয়ী সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।

  • 29 Mar 2022 11:09 PM (IST)

    এইডেন মার্করামের হাফসেঞ্চুরি

    শেষ ওভারের চতুর্থ বলে চার মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করে ফেললেন এইডেন মার্করাম।

  • 29 Mar 2022 11:05 PM (IST)

    সুন্দর আউট

    ট্রেন্ট বোল্ট ফেরালেন ওয়াশিংটন সুন্দরকে। মাত্র ১৪ বলে ৪০ রান করেন সুন্দর।

  • 29 Mar 2022 10:54 PM (IST)

    ১৭ ওভারে ঝড় তুললেন সুন্দর

    ১৭তম ওভারে তিনটি ৪ ও ১টি ছয় মেরেছেন ওয়াশিংটন সুন্দর।

  • 29 Mar 2022 10:44 PM (IST)

    শেফার্ড আউট

    রোমারিও শেফার্ডের উইকেট হারাল হায়দরাবাদ। ২৪ রান করে মাঠ ছাডডলেন শেফার্ড। যুজবেন্দ্র চাহাল পিঙ্ক আর্মিকে এনে দিলেন ছয় নম্বর সাফল্য।

  • 29 Mar 2022 10:43 PM (IST)

    ১৫ ওভারে হায়দরাবাদ ৭৭/৫

    খেলা বাকি ৫ ওভারের। প্রথম ১৫ ওভারে ৫ উইকেট খুইয়ে ৭৭ রান তুলেছে হায়দরাবাদ।

  • 29 Mar 2022 10:26 PM (IST)

    আব্দুল আউট

    আব্দুল সামাদের উইকেট তুলে নিলেন যুজবেন্দ্র চাহাল। পঞ্চম উইকেট হারাল হায়দরাবাদ। ৪ রান করে মাঠ ছাড়লেন আব্দুল।

  • 29 Mar 2022 10:23 PM (IST)

    ১০ ওভারে হায়দরাবাদ ৩৬/৪

    খেলা বাকি ১০ ওভারের। প্রথম ১০ ওভারের মধ্যে ৪ উইকেট হারিয়ে মাত্র ৩৬ রান তুলেছে হায়দরাবাদ।

  • 29 Mar 2022 10:17 PM (IST)

    অভিষেক আউট

    যুজবেন্দ্র চাহাল তুলে নিলেন অভিষেক শর্মার উইকেট। ২৯ রানের মাথায় চতুর্থ উইকেট হারাল হায়দরাবাদ। ৯ রান করে প্যাভিলিয়নে ফিরলেন অভিষেক।

  • 29 Mar 2022 10:08 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-তে হায়দরাবাদের স্কোর ৩ উইকেটে ১৪। ক্রিজে এইডেন মার্করাম ও অভিষেক শর্মা।

  • 29 Mar 2022 10:01 PM (IST)

    ৫ ওভারে হায়দরাবাদ ১৩/৩

    প্রথম ৩ ওভারের খেলা শেষ। ৩ উইকেট হারিয়ে ১৩ রান তুলেছে হায়দরাবাদ। ম্যাচ জিততে অরেঞ্জ আর্মির এখনও প্রয়োজন ১৯৮ রান।

  • 29 Mar 2022 10:01 PM (IST)

    পুরান আউট

    নিকোলাস পুরানের উইকেট তুলে নিলেন ট্রেন্ট বোল্ট। তৃতীয় উইকেট হারাল হায়দরাবাদ। কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরলেন পুরান।

  • 29 Mar 2022 09:51 PM (IST)

    রাহুল ত্রিপাঠী আউট

    প্রসিধ কৃষ্ণা তুলে নিলেন রাহুল ত্রিপাঠীর উইকেট। কোনও রান না করেই মাঠ ছেড়ে গেলেন রাহুল। গত মরসুমে এই দুই ক্রিকেটারই ছিলেন কেকেআরে।

  • 29 Mar 2022 09:44 PM (IST)

    উইলিয়ামসন আউট

    কেন উইলিয়ামসনের উইকেট হারিয়ে ফেলল সানরাইজার্স হায়দরাবাদ। রাজস্থানকে প্রথম উইকেট এনে দিলেন প্রসিধ কৃষ্ণা। ২ রান করে মাঠ ছাড়লেন উইলিয়ামসন।

  • 29 Mar 2022 09:38 PM (IST)

    রান তাড়া করতে নামল হায়দরাবাদ

    টার্গেট ২১১। হায়দরাবাদের হয়ে ওপেনিংয়ে নামলেন কেন উইলিয়ামসন ও অভিষেক শর্মা।

  • 29 Mar 2022 09:21 PM (IST)

    ২১০ রানে থামল রাজস্থান

    নির্ধারিত ২০ ওভারে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটের বিনিময়ে ২১০ রান তুলেছে রাজস্থান রয়্যালস। ম্যাচ জিততে কেন উইলিয়ামসনের হায়দরাবাদকে তুলতে হবে ২১১ রান।

  • 29 Mar 2022 09:20 PM (IST)

    রিয়ান পরাগ আউট

    টি নটরাজন শেষ ওভারের শেষ বলে ফেরালেন রিয়ান পরাগকে। ১২ রান করে আউট রিয়ান।

  • 29 Mar 2022 09:15 PM (IST)

    হেটমায়ার আউট

    শিমরন হেটমায়ারের উইকেট তুলে নিলেন টি নটরাজন। ৩২ রান করে মাঠ ছাড়লেন শিমরন।

  • 29 Mar 2022 09:05 PM (IST)

    খেলা বাকি ৩ ওভারের

    ১৭ ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে রাজস্থান তুলেছে ১৭০ রান। ক্রিজে শিমরন হেটমায়ার ও রিয়ান পরাগ।

  • 29 Mar 2022 08:59 PM (IST)

    সঞ্জুকে ফেরালেন ভুবি

    রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসনের উইকেট তুলে নিলেন ভুবনেশ্বর কুমার। ৫৫ রান করে মাঠ ছাড়লেন সঞ্জু।

  • 29 Mar 2022 08:55 PM (IST)

    সঞ্জুর হাফসেঞ্চুরি

    ২৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।

  • 29 Mar 2022 08:51 PM (IST)

    ১৫ ওভারে রাজস্থান ১৪৮/৩

    খেলা বাকি ৫ ওভারের। রাজস্থান রয়্যালস ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলেছে। শেষ ৫ ওভারে কত রান তোলে পিঙ্ক আর্মি নজর থাকবে সেদিকে।

  • 29 Mar 2022 08:50 PM (IST)

    পাড়িক্কাল আউট

    ৪১ রান করে উমরান মালিকের গতির শিকার হলেন দেবদত্ত পাড়িক্কাল। তৃতীয় উইকেট হারাল রাজস্থান।

  • 29 Mar 2022 08:40 PM (IST)

    সঞ্জু-দেবদত্তের ৫০ রানের পার্টনারশিপ

    সঞ্জু স্যামসন ও দেবদত্ত পাড়িক্কাল ৫০ রানের পার্টনারশির পূর্ণ করলেন।

  • 29 Mar 2022 08:24 PM (IST)

    ১০ ওভারে রাজস্থান ৮৭/২

    প্রথম ১০ ওভারের খেলা শেষ। ক্রিজে সঞ্জু-দেবদত্ত। ১০ ওভারে দুই ওপেনারের উইকেট হারিয়ে ৮৭ রান তুলেছে পিঙ্ক আর্মি।

  • 29 Mar 2022 08:15 PM (IST)

    বাটলার আউট

    উমরান মালিক ফেরালেন ইংলিশ তারকা ক্রিকেটার জস বাটলারকে। ৩৫ রান করে মাঠ ছাড়লেন বাটলার। যদিও আম্পায়ার প্রথমে আউট দেননি বাটলারকে। কিন্তু ডিআরএস নেন উইলিয়ামসন। এর পরই বাটলারকে আউট সিগন্য়াল দেন উইলিয়ামসন।

  • 29 Mar 2022 08:02 PM (IST)

    যশস্বী আউট

    পাওয়ার পরের প্রথম বলেই উইকেট দিয়ে বসলেন যশস্বী জসওয়াল। ২০ রান করে রোমারিও শেফার্ডের শিকার হলেন তিনি।

  • 29 Mar 2022 08:00 PM (IST)

    পাওয়ার প্লে শেষ

    পাওয়ার প্লে-র খেলা শেষ। পাওয়ার প্লে-তে সফল রাজস্থান। ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৮ রান তুলেছে রাজস্থান।

  • 29 Mar 2022 07:55 PM (IST)

    ৫ ওভারে রাজস্থান ৫২/০

    ভালো শুরু করেছেন জস বাটলার ও যশস্বী জসওয়াল। প্রথম ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫২ রান তুলেছে পিঙ্ক আর্মি।

  • 29 Mar 2022 07:44 PM (IST)

    ৩ ওভারে রাজস্থান ১৩/০

    প্রথম ৩ ওভারের খেলা শেষ। কোনও উইকেট না হারিয়ে ১৩ রান তুলেছে রাজস্থান।

    বাটলার ৫*, যশস্বী ৬*

  • 29 Mar 2022 07:30 PM (IST)

    রাজস্থানের ইনিংস শুরু

    পিঙ্ক আর্মির হয়ে ওপেনিংয়ে নামলেন জস বাটলার ও যশস্বী জসওয়াল।

  • 29 Mar 2022 07:13 PM (IST)

    হায়দরাবাদের প্রথম একাদশ

    দেখে নিন সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), এইডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, আব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দর, নিকোলাস পুরান (উইকেটকিপার), অভিষেক শর্মা, রোমারিও শেফার্ড, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও উমরান মালিক।

  • 29 Mar 2022 07:10 PM (IST)

    রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ

    দেখে নিন রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: যশস্বী জসওয়াল, জস বাটলার, দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, নাথান কুইল্টার নাইল, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট ও প্রসিধ কৃষ্ণা।

  • 29 Mar 2022 07:02 PM (IST)

    টস আপডেট

    টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন।

  • 29 Mar 2022 06:50 PM (IST)

    স্মরণে ওয়ার্ন

    রাজস্থান রয়্যালস ২০০৮ সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সেই বার দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শেন ওয়ার্ন। আজ আইপিএল-১৫-তে প্রথম ম্যাচ খেলতে চলেছে রাজস্থান। তাই ম্যাচের আগে তাঁকে স্মরণ করছে গোলাপি শহরের দল।

  • 29 Mar 2022 06:45 PM (IST)

    হেড টু হেড

    এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ১৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে সানরাইজার্স হারদরাবাদ ও রাজস্থান রয়্যালস। তার মধ্যে ৮টিতে জিতেছে অরেঞ্জ আর্মি আর ৭টি ম্যাচে জয় জুটেছে গোলাপি শহরের দলের কপালে।

  • 29 Mar 2022 06:35 PM (IST)

    পুনেতে আজ আইপিএল-১৫-র প্রথম ম্যাচ

    আর কিছুক্ষণ পর আইপিএল-১৫-র প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে পুনের এমসিএ স্টেডিয়ামে।

Published On - Mar 29,2022 6:30 PM

Follow Us: