IPL 2022: নিরাপত্তার খরচ বকেয়া রেখেই চলছে আইপিএল
চলতি মরসুমে আইপিএল শুরুর দিন কয়েক আগে হঠাৎ করেই খবর পাওয়া যায়, মুম্বই এটিএসের হাতে দুজন গ্রেফতার হয়েছে। রিপোর্টে দাবি করা হয়, এবারের আইপিএলের নাকি হামলা করার ছক ছিল তাদের। টিম হোটেল ও ওয়াংখেড়ে স্টেডিয়াম হিটলিস্টে। কিন্তু সরকারি ববৃতিতে সেই রিপোর্টের কথা উড়িয়ে দিয়েছে মুম্বই পুলিশ ও মহারাষ্ট্র সরকার।
মুম্বই: মুম্বইয়ের (Mumbai) তিনটি স্টেডিয়াম ও পুণের একটি স্টেডিয়ামে এবার হচ্ছে আইপিএল (IPL 2022)। দেশের বাণিজ্যিক রাজধানীতে যে কোনও ইভেন্টের আয়োজন বড় চ্যালেঞ্জ মুম্বই পুলিশের কাছে। গোটা শহরে ছড়িয়ে দেশের সেলিব্রিটিরা। তাদের নিরাপত্তার সঙ্গে আইপিএলের মরসুমে শুরু হয় ক্রিকেটারদের (Cricket) নিরাপত্তা। এবার চ্যালেঞ্জটা আরও বড়। কারণ একসঙ্গে এতগুলো ম্যাচ হচ্ছে মায়ানগরীতে। এমনও দিন অপেক্ষা করে আছে, যে দিন একটি নয় দুটি ম্যাচ হবে মুম্বয়ে। তাই কতটা কড়া নিরাপত্তার আয়োজন করতে হবে মুম্বই পুলিশকে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু এমন একটা সময়ে যে তথ্য সামনে এল তাতে মুম্বই ক্রিকেট অ্যাসোশিয়েসনের মুখ খুব একটা উজ্জ্বল হবে না। পাহাড় প্রমাণ টাকা ধার রেখে হয়েছে নিরাপত্তার আয়োজন।
মুম্বই পুলিশর (Mumbai Police) একটি সূত্র বলছে ১৪ কোটি ৮২ লক্ষ টাকা বকেয়া মুম্বই পুলিশের। গোটা টাকাটাই মুম্বই ক্রিকেট অ্যাসোশিয়েসনের থেকে পায় পুলিশ। গত দু’বছর ধরে এই নিয়ে এমসিএকে ক্রমাগত নোটিশ দিয়েছে পুলিশৎ কিন্তু কোনও কাজ হয়নি বলে অভিযোগ। মেয়েদর বিশ্বকাপ হোক বা ওয়াংখেড়েতে টেস্ট একদিনের ম্যাচ বা টি-২০ ম্যাচের নিরাপত্তার টাকা। কোনওটাই এখন নাকি পায়নি মুম্বই পুলিশ। যদিও এই দাবি মানতে নারাজ মুম্বই ক্রিকেট অ্যাসোশিয়েসন (MCA)। তাদের দাবি আইপিএলের নিরাপত্তা বাবদ ৪ কোটি ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছে মুম্বই পুলিশকে। আর কোনও টাকা বকেয়া নেই।
চলতি মরসুমে আইপিএল শুরুর দিন কয়েক আগে হঠাৎ করেই খবর পাওয়া যায়, মুম্বই এটিএসের হাতে দুজন গ্রেফতার হয়েছে। রিপোর্টে দাবি করা হয়, এবারের আইপিএলের নাকি হামলা করার ছক ছিল তাদের। টিম হোটেল ও ওয়াংখেড়ে স্টেডিয়াম হিটলিস্টে। কিন্তু সরকারি ববৃতিতে সেই রিপোর্টের কথা উড়িয়ে দিয়েছে মুম্বই পুলিশ ও মহারাষ্ট্র সরকার। তাদের দাবি এমন কোনও তথ্য নেই তাদের হাতে। উল্টে আইপিএলের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়ে দেয় পুলিশ। যার মধ্যে আছে, টিম বাসের জন্য গ্রিন করিডোর, এসকোর্ট কার থেকে মোট এক হাজার একশো জন পুলিশ কর্মী নিয়োগের কথা।
আরও পড়ুন : Serena Williams-Venus Williams: অস্কারের মঞ্চ মাতালেন সেরেনা-ভেনাস