Serena Williams-Venus Williams: অস্কারের মঞ্চ মাতালেন সেরেনা-ভেনাস

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হল ৯৪তম অস্কার (Oscars 2022)। টেনিসের রানি সেরেনা উইলিয়ামস (Serena Williams) ও তাঁর দিদি ভেনাস উইলিয়ামসও (Venus Williams) উপস্থিত ছিলেন রেড কার্পেটে। ভেনাস-সেরেনার বাবা রিচার্ড উইলিয়ামসনকে (Richard Williams) নিয়ে বানানো 'কিং রিচার্ড' সিনেমায় অভিনয় করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ। এবং জিতে নিয়েছেন সেরা অভিনেতার পুরষ্কার।

| Edited By: | Updated on: Mar 29, 2022 | 5:24 PM
৯৪-তম অস্কারের মঞ্চ মাতালেন ভেনাস-সেরেনা জুটি।

৯৪-তম অস্কারের মঞ্চ মাতালেন ভেনাস-সেরেনা জুটি।

1 / 5
গুচির প্লিটেড পিঙ্ক-কালো রঙের নজরকাড়া পোশাকে রেড কার্পেটে হাঁটেন সেরেনা।

গুচির প্লিটেড পিঙ্ক-কালো রঙের নজরকাড়া পোশাকে রেড কার্পেটে হাঁটেন সেরেনা।

2 / 5
ভেনাসের পরনে ছিল সাদা রঙের রুপোলি বর্ডারের স্লিভলেস গ্রাউন।

ভেনাসের পরনে ছিল সাদা রঙের রুপোলি বর্ডারের স্লিভলেস গ্রাউন।

3 / 5
 'কিং রিচার্ড' সিনেমায় বিয়ন্সের 'বি অ্যালাইভ' গানটি রয়েছে। অস্কারের মঞ্চে বিয়ন্সে সেই গানটি গাওয়ার আগে এই ব্যাপারে ঘোষণা করেন সেরেনা-ভেনাস।

'কিং রিচার্ড' সিনেমায় বিয়ন্সের 'বি অ্যালাইভ' গানটি রয়েছে। অস্কারের মঞ্চে বিয়ন্সে সেই গানটি গাওয়ার আগে এই ব্যাপারে ঘোষণা করেন সেরেনা-ভেনাস।

4 / 5
সেরেনা-ভেনাসের বাবাকে নিয়ে তৈরি সিনেমা কিং রিচার্ডে অভিনয় করার জন্য সেরা অভিনেতা হিসেবে এই প্রথম অস্কার পেলেন ৫৩ বছর বয়সি হলিউডের জনপ্রিয় কৃষ্ণাঙ্গ অভিনেতা উইল স্মিথ (Will Smith)।

সেরেনা-ভেনাসের বাবাকে নিয়ে তৈরি সিনেমা কিং রিচার্ডে অভিনয় করার জন্য সেরা অভিনেতা হিসেবে এই প্রথম অস্কার পেলেন ৫৩ বছর বয়সি হলিউডের জনপ্রিয় কৃষ্ণাঙ্গ অভিনেতা উইল স্মিথ (Will Smith)।

5 / 5
Follow Us: