China HMPV Outbreak: হাসপাতালের করিডরেই বিছানা পেতে চলছে রোগী শুশ্রুষা! এই ছবির পরও চিন বলবে ‘অল ইজ ওয়েল’?

China Virus Update: শিশু ও প্রবীণ ব্যক্তিদের উপরে যেমন করোনা সবথেকে বেশি প্রভাব ফেলেছিল, একইভাবে এইচএমপিভিও ২ বছরের কম বয়সী শিশু ও ৬৫-ঊর্ধ্ব ব্যক্তিদের সবথেকে বেশি আক্রান্ত করছে।

China HMPV Outbreak: হাসপাতালের করিডরেই বিছানা পেতে চলছে রোগী শুশ্রুষা! এই ছবির পরও চিন বলবে 'অল ইজ ওয়েল'?
চিনের হাসপাতালের ছবি।Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 05, 2025 | 7:21 AM

বেজিং: ঠিক যেন অ্যাকশন রিপ্লে। ২০২৫ সাল শুরু হতেই দৃশ্যপট ২০২০ সালে পিছিয়ে গিয়েছে। ফের ছড়াল ভাইরাস আতঙ্ক। করোনার পর এবার এইচএমপিভি। এবারও সংক্রমণের কেন্দ্রস্থল সেই চিন। নতুন এই ভাইরাস নিয়ে তোলপাড় হচ্ছে গোটা বিশ্বই। সতর্ক ভারতও। চিন যতই দাবি করছে যে শীতকালে এই সংক্রমণ স্বাভাবিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি বলছে অন্য কথা। সেখানে যা দেখা যাচ্ছে , তাতে ভয়ে বুক কাঁপবেই।

চিনের হাসপাতালগুলিতে ব্যাপক ভিড়। ক্রমাগত চাপ বাড়ছে রোগীর। ভাইরাসের আতঙ্ক এমনই যে চিনের শ্মশানগুলিকেও ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। সেখানেও চাপ বাড়ছে বলেই খবর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, সাধারণ মানুষরা ফের মাস্ক পরছেন। হাসপাতালগুলিতে এতটাই ভিড় যে রোগীদের পরিচর্যার জন্য হাসপাতালের করিডোরে বিছানার ব্যবস্থা করা হয়েছে।

অনেকের দাবি, করোনার মতো এই ভাইরাসও বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে। কাশি ও হাঁচির মাধ্যমে ভাইরাস ছড়ানোর আশঙ্কা রয়েছে। কেউ কেউ এটিকে করোনার চেয়েও ভয়ঙ্কর বলে মনে করছেন। চিনের একাধিক জায়গায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই ভাইরাসের সঙ্গে করোনা ভাইরাসের হুবহু মিল রয়েছে। এইচএনপিভি সংক্রমণেও প্রাথমিক উপসর্গ হল সর্দি, কাশি ও জ্বর। করোনা ভাইরাসের মতো এইচএনপিভি-ও একজনের থেকে আরেকজনের সংস্পর্শের মাধ্যমে ছড়ায়। শিশু ও প্রবীণ ব্যক্তিদের উপরে যেমন করোনা সবথেকে বেশি প্রভাব ফেলেছিল, একইভাবে এইচএমপিভিও ২ বছরের কম বয়সী শিশু ও ৬৫-ঊর্ধ্ব ব্যক্তিদের সবথেকে বেশি আক্রান্ত করছে।

করোনার সময় যেমন নিউমোনিয়া বলে উড়িয়ে দিয়েছিল, একইভাবে এইচএমপিভি নামক এই নয়া ভাইরাস নিয়েও উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলেই জানিয়েছে।