In Depth Story on Changing Bangladesh History: দ্বিতীয়বার ‘হত্যা করা হচ্ছে’ মুজিবকে, এবার আরও ভয়ঙ্করভাবে
Bangladesh: বাংলাদেশের নতুন সরকার পাঠ্যবইতে লিখেছে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নন, এই ঘোষণা করেছিলেন সেনাকর্তা জিয়াউর রহমান! তাহলে কি এতদিন ধরে ভুল জেনে এসেছে বাংলাদেশবাসী? নাকি তাদের ভুল বোঝানোর চেষ্টা চলছে?

নতুন বাংলাদেশ। সে দেশে নাকি সংস্কারের প্রয়োজন। আর সংস্কারের ঠেলায় বদলে যাচ্ছে ইতিহাসই। বলা ভাল, বদলে দেওয়া হচ্ছে জোর করে। ২০২৪ সালের অগস্ট মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে উৎখাত করে নোবেলজয়ী মহম্মদ ইউনূসকে দায়িত্ব দিয়েছিল বাংলাদেশের জনগণ। তাদের আশা ছিল, দেশ সংস্কার হবে, পরিবর্তন আসবে। সেই সংস্কার কতটা হল, তা জানা নেই, তবে বাংলাদেশের গৌরবময় ইতিহাস বদলে যাচ্ছে পদে পদে। বাংলাদেশের নতুন সরকার পাঠ্যবইতে লিখেছে, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নন, এই ঘোষণা করেছিলেন সেনাকর্তা জিয়াউর রহমান! তাহলে কি এতদিন ধরে ভুল জেনে এসেছে বাংলাদেশবাসী? নাকি তাদের ভুল বোঝানোর চেষ্টা চলছে? এই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহল থেকে শুরু করে কূটনৈতিক মহলে। ...
