IPL 2022 Orange Cap: অরেঞ্জ ক্যাপের দৌড়ে হার্দিকের জায়গা দখল করলেন রাহুল

এখনও অবধি হওয়া এই আইপিএলের ২৭টি ম্যাচের পর, অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন তাঁদের...

IPL 2022 Orange Cap: অরেঞ্জ ক্যাপের দৌড়ে হার্দিকের জায়গা দখল করলেন রাহুল
IPL 2022 Orange Cap: অরেঞ্জ ক্যাপের দৌড়ে হার্দিকের জায়গা দখল করলেন রাহুল
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2022 | 10:01 AM

মুম্বই: আজ সুপার সানডে-তে রয়েছে আইপিএল-২০২২ (IPL 2022) এর ডাবল ধামাকা। এবং গতকাল, শনিবার ছিল আইপিএলের ডাবল হেডার। ব্র্যাবোর্ন স্টেডিয়ামে শনিবারের বিকেলের ম্যাচে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টস। শনিবার আইপিএল কেরিয়ারের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন কেএল। সেই ম্যাচে সেঞ্চুরি করেছেন সুপার জায়ান্টসের অধিনায়ক। পাশাপাশি মুম্বইকে হারিয়ে আইপিএলের (IPL) পয়েন্ট টেবলের (Points Table) দ্বিতীয় স্থানেও উঠে এসেছে তাঁর দল। তবে শনিবার রাজস্থান রয়্যালসের ম্যাচ ছিল না। তাও বর্তমানে অরেঞ্জ ক্যাপের (Orange Cap) মালিক পিঙ্ক আর্মির ওপেনার জস বাটলারই। চলতি আইপিএলে এখনও পর্যন্ত ২৭টি ম্যাচ হয়েছে।

এখনও অবধি হওয়া এই আইপিএলের ২৭টি ম্যাচের পর, অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ৫-এ রয়েছেন কোন ক্রিকেটাররা দেখে নিন তাঁদের…

  1.  অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার (Jos Buttler)। এখনও অবধি আইপিএলের মোট ৫টি ম্যাচে বাটলারের ঝুলিতে এসেছে ২৭২ রান।
  2.  শনিবার মুম্বইয়ের বিরুদ্ধে ৬০ বলে ১০৩ রানের নট আউট ইনিংসের সুবাদে কমলা টুপির লড়াইয়ে দুই নম্বরে উঠে এসেছেন লোকেশ রাহুল। চলতি আইপিএলের দ্বিতীয় সেঞ্চুরিটা এসেছে তাঁর ব্যাট থেকেই। এখনও অবধি এ বারের আইপিএলে মোট ৬টি ম্যাচে লোকেশ রাহুল করেছেন ২৩৫ রান।
  3.  কমলা টুপির দৌড়ে তিন নম্বরে নেমে গিয়েছেন গুজরাত টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এখনও অবধি চলতি আইপিএলের ৫টি ম্যাচে খেলে হার্দিক করেছেন ২২৮ রান।
  4.  অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে চার নম্বরে উঠে এসেছেন লখনউয়ের উইকেটকিপার-ব্যাটার কুইন্টন ডি’কক (Quinton De Kock)। এখনও অবধি আইপিএলের ৬টি ম্যাচে খেলে ২১২ রান করেছেন এই প্রোটিয়া তারকা ক্রিকেটার।
  5. কমলা টুপির দৌড়ে ৫ নম্বরে রয়েছেন সিএসকের শিবম দুবে (Shivam Dube)। এখনও অবধি এ বারের আইপিএলের ৫টি ম্যাচে খেলে ২০৭ রান করেছেন সিএসকের অলরাউন্ডার।

আরও পড়ুন: IPL 2022 Points Table: রবিবারের ডাবল হেডারের আগে জানুন পয়েন্ট টেবলে কোন দল রয়েছে কোথায়

আরও পড়ুন: IPL 2022 PBKS vs SRH Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে পঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ

আরও পড়ুন: IPL 2022 GT vs CSK Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন আইপিএলে গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ