IPL 2023 Orange Cap : ঋতুর উন্নতি, গিল কোথায়? কোয়ালিফায়ার ১ এর প্রভাব অরেঞ্জ ক্যাপেও

IPL 2023 : ১৬তম আইপিএলের গ্রুপ পর্ব শেষ। চলছে প্লে অফের লড়াই। প্রথম কোয়ালিফায়ারে জিতে ফাইনালের টিকিট পেয়েছে চেন্নাই সুপার কিংস। ফাফ ডু'প্লেসির কাছ থেকে অরেঞ্জ ক্যাপ ছিনিয়ে নিতে পারলেন না শুভমন গিল। আসবে আরও ১টি সুযোগ। আজ রয়েছে এলিমিনেটর ম্যাচ। তার আগে দেখে নেওয়া যাক চলতি আইপিএলের অরেঞ্জ ক্যাপের তালিকা কী অবস্থায় রয়েছে।

IPL 2023 Orange Cap : ঋতুর উন্নতি, গিল কোথায়? কোয়ালিফায়ার ১ এর প্রভাব অরেঞ্জ ক্যাপেও
ঋতুর উন্নতি, গিল কোথায়? কোয়ালিফায়ার ১ এর প্রভাব অরেঞ্জ ক্যাপেও
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2023 | 8:00 AM

কলকাতা : রোমাঞ্চকর আইপিএলের ১৬তম (IPL 2023) সংস্করণের গ্রুপ পর্ব শেষ। এ বার প্লে অফের পালা। মঙ্গলবার চিপকে এ বারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। হার্দিকের দলকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ধোনির চেন্নাই। পয়েন্ট টেবলের শীর্ষে থেকে প্লে অফে পা রেখেছিল গুজরাট। এ বার টাইটান্সদের কাছে আর একটি সুযোগ থাকবে কোয়ালিফায়ার ২ এ খেলে ফাইনালে ওঠার। আইপিএলের প্রতি মরসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটার পান অরেঞ্জ ক্যাপ (Orange Cap)। আর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ। ১৬তম আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের পর কমলা টুপির দৌড়ে শীর্ষে ছিলেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। এখনও তিনিই রয়েছেন প্লে অফে এই কমলা টুপি হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে ফাফের। কারণ, আরসিবি প্লে অফে নেই। তাই গুজরাটের তরুণ ওপেনার শুভমন গিলের কাছে সুযোগ রয়েছে এই তালিকায় রাজ করার। প্রথম কোয়ালিফায়ারে শুভমন গিল ৩৮ বলে ৪২ রান করেছেন। এই রান দিয়ে তিনি ডু’প্লেসিকে টেক্কা দিতে পারেননি। তবে তাঁর সামনে দ্বিতীয় কোয়ালিফায়ারে রান করার সুযোগ থাকবে। আর ফাইনালে উঠলে সেখানেও রান করার সুযোগ থাকবে। এ বার দেখার গিলই কি হবেন কমলা টুপির নয়া মালিক? কোয়ালিফায়ার ১ এর পর এই তালিকায় উন্নতি হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের। বিস্তারিত TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

এক ঝলকে অরেঞ্জ ক্যাপের তালিকা— (প্রথম ১০)

১) গ্রুপ পর্ব থেকে আরসিবি বিদায় নেওয়ার পরও অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে রয়েছেন ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু’প্লেসি। তিনি ১৬তম আইপিএলে ১৪টি ম্যাচে ৭৩০ রান করেছেন। সর্বাধিক ৮৪।

২) প্রথম কোয়ালিফায়ারে ৫০ রান করলে গুজরাট টাইটান্সের শুভমন গিল ছুঁয়ে ফেলতেন অরেঞ্জ ক্যাপের তালিকায় শীর্ষে থাকা ফাফ ডুপ্লেসিকে। আর ৫১ রান করলে তিনি পৌঁছে যেতেন শীর্ষে। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম কোয়ালিফায়ারে তিনি ৪২ রান করেন। তাই এই তালিকায় শীর্ষে এখনও অবধি ওঠা হয়নি গিলের। এ বারের আইপিএলে ১৫টি ম্যাচে খেলে তিনি করেছেন ৭২২ রান। সর্বাধিক ১০৪*।

৩) আরসিবির অন্যতম শক্তি বিরাট কোহলি অরেঞ্জ ক্যাপের দৌড়ে তিন নম্বরে রয়েছেন। ১৪ ম্যাচে কোহলি করেছেন এখনও অবধি মোট ৬৩৯ রান। সর্বাধিক ১০১*।

৪) অরেঞ্জ ক্যাপের দৌড়ে চার নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল। চলতি আইপিএলে ১৪ ম্যাচে খেলে ৬২৫ রান করেছেন যশস্বী। সর্বাধিক ১২৪।

৫) এই তালিকায় ৫ নম্বরেই রয়েছেন সিএসকের ওপেনার ডেভন কনওয়ে। প্রথম কোয়ালিফায়ারে ৪০ রান করেন কনওয়ে। এ বারের আইপিএলে ১৫ ম্য়াচে খেলে তিনি করেছেন ৬২৫ রান। সর্বাধিক ৯২*।

৬) প্রথম কোয়ালিফায়ারের পর অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে ছয় নম্বরে উঠে এসেছেন সিএসকের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। গ্রুপ পর্ব শেষে তিনি ৮ নম্বরে ছিলেন। এখনও অবধি তিনি চলতি আইপিএলের ১৫টি ম্যাচে খেলে ৫৬৪ রান করেছেন। সর্বাধিক ৯২ রান।

৭) কমলা টুপির দৌড়ে ৭ নম্বরে রয়েছেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ১৪ ম্যাচে ৫১৬ রান করেছেন তিনি। সর্বাধিক ৮৬।

৮) এই তালিকায় ৮ নম্বরে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। এখনও অবধি আইপিএলে ১৪টি ম্যাচে খেলে ৫১১ রান করেছেন স্কাই। সর্বাধিক ১০৩*। আজ স্কাইয়ের উন্নতি করার সুযোগ রয়েছে।

৯) কমলা টুপির দৌড়ে প্রথম ১০ এ রয়েছেন কেকেআরের রিঙ্কু সিং। ১৪ ম্যাচে ৪৭৪ রান করে ৯ নম্বরে রয়েছেন রিঙ্কু। সর্বাধিক ৬৭*।

১০) অরেঞ্জ ক্যাপের তালিকায় ১০ নম্বরে রয়েছেন হায়দরাবাদের হেনরিখ ক্লাসেন। ১২টি ম্যাচে খেলে তিনি করেছেন ৪৪৮ রান। সর্বাধিক ১০৪।

অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...