AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2025: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল, ভারত-পাক সংঘাতের মাঝে বোর্ডের বড় সিদ্ধান্ত

ধরমশালায় বৃহস্পতিবার আইপিএলের ম্যাচ ভেস্তে যাওয়ার পর থেকেই এই আশঙ্কা করছিলেন ক্রিকেট প্রেমীরা। শুক্রবার এতেই সিলমোহর। 

IPL 2025: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল, ভারত-পাক সংঘাতের মাঝে বোর্ডের বড় সিদ্ধান্ত
অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল, ভারত-পাক সংঘাতের মাঝে বোর্ডের বড় সিদ্ধান্তImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: May 10, 2025 | 1:16 PM

কলকাতা: ভারত-পাকিস্তান (India vs Pakistan) সংঘাতের মাঝে এ বার বোর্ডের বড় সিদ্ধান্ত। অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল (IPL)। সংবাদসংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন বোর্ডের এক কর্তা। ধরমশালায় বৃহস্পতিবার পঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসরে আইপিএল ম্যাচ ভেস্তে যাওয়ার পর থেকেই এই আশঙ্কা করছিলেন ক্রিকেট প্রেমীরা। শুক্রবার এতেই সিলমোহর। 

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ২২ এপ্রিল জঙ্গি হামলায় নিরীহ পর্যটকরা প্রাণ হারান। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা ধীরে ধীরে তীব্র আকার ধারণ করেছে। পাকিস্তানের সকল চেষ্টা ব্যর্থ করছে ভারত। এই পরিস্থিতিতে আইপিএলের মতো টুর্নামেন্ট আর না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল বোর্ড। সংবাদসংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্তা। তিনি বলেন, ‘দেশ যখন যুদ্ধে লিপ্ত, সেই সময় ক্রিকেট টুর্নামেন্ট চলতে থাকা ভালো দেখায় না।’

আইপিএলে দেশের ক্রিকেটারদের পাশাপাশি বহু বিদেশি ক্রিকেটার খেলেন। তাঁদের নিরাপত্তার দিকটি বোর্ডকে দেখতে হবে। ফলে ভারত-পাক যুদ্ধের আবহে ক্রিকেটার থেকে শুরু করে দলের সাপোর্ট স্টাফ ও অন্যান্যরা যাতে নিরাপত্তার অভাব না বোধ করেন, সেটা দেখাও বোর্ডের কাজ।

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতিতে বৃহস্পতিবারই শোনা গিয়েছিল বোর্ড জরুরিকালীন বৈঠক করবে। এ বার আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত হল। মে মাসের ২৫ তারিখ এ বারের আইপিএলের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তেমনটা এই পরিস্থিতিতে আর হচ্ছে না। এখনও অবধি এই আইপিএলে ৫৮টি ম্যাচ হয়েছে। পয়েন্ট টেবলের শীর্ষে শুভমন গিলের গুজরাট টাইটান্স। দুইয়ে আরসিবি। তিন ও চারে যথাক্রমে পঞ্জাব ও মুম্বই।